ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পশ্চিমবঙ্গে বন্য হাতির আক্রমণে ৪ জনের মৃত্যু

রক্তিম দাশ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২১ ঘণ্টা, জুলাই ১১, ২০১১

কলকাতা: পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার বাগডোগরায় বন্য হাতির আক্রমণে সোমবার সকালে ৪ জনের মৃত্যু হয়েছে।

এ মৃত্যুর ঘটনা প্রশাসনিক গাফিলতির অভিযোগ করে এলাকার জনগণ দীর্ঘক্ষণ রাস্তা অবরোধ করে রাখেন।



স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, সকালে জিন্দালগুড়ি চা বাগানে একদল বন্য হাতি ঢুকে পড়ে। বেশ কিছুক্ষণ ধরে তারা বাগানে তা-ব চালাতে থাকে।

খবর পেয়ে আশপাশের বহু মানুষ এবং চা বাগানের কর্মচারীরা সেখানে উপস্থিত হয়।

সূত্রটি আরও জানাচ্ছে, হঠাৎ একটি হাতি সেখানে উপস্থিত জনতাকে আক্রমণ করলে ৪ জন হাতির পায়ে তলায় পিষ্ট হয়ে মারা যান। সেইসঙ্গে বেশ কয়েকজন আহত হন।

এ সময় বন বিভাগকে খবর দেওয়া হলে বন বিভাগের কর্মীরা হাতির দলটিকে জঙ্গলে তাড়িয়ে দিতে সক্ষম হন।

এই ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী বাগডোগড়া-নকশালবাড়ি পথ অবরোধ শুরু করেন। তাদের দাবি,  সময়মতো বন বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছালে এ মৃত্যুর ঘটনা ঘটতো না।

চা বাগানে প্রায়ই এই ধরনের ঘটনা ঘটলেও বন বিভাগের তরফ থেকে কোনও ব্যবস্থা নেওয়া হয় না বলেও তারা অভিযোগ করেন।

বাংলাদেশ সময়: ১৫১৯ ঘণ্টা, জুলাই ১১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।