কলকাতা: কলকাতায় মহাকরণের সামনে বেসরকারি প্রতিষ্ঠান সারদা গ্রুপ ও চ্যানেল টেন এর যৌথ উদ্যোগে জঙ্গলমহলের জন্য একটি ভ্রাম্যমাণ হাসপাতালসহ বিশেষ স্বাস্থ্য প্রকল্প সোমবার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
‘ডোর টু ডোর হেলথ কেয়ার’ নামের এই প্রকল্পে থাকছে- একটি ক্রিটিকাল কেয়ার ইউনিট অ্যাম্বুলেন্স, ১০টি অ্যাম্বুলেন্স ও ৫০টি মোটরবাইক নিয়ে গঠিত ভ্রাম্যমাণ হাসপাতাল।
জানা গেছে, এই ভ্রাম্যমাণ হাসপাতালের ডাক্তার ও স্বাস্থ্যকর্মীর পাশাপাশি ওষুধপত্রের ও প্যাথোলজি পরীক্ষার ব্যবস্থা থাকছে। যে প্রত্যন্ত স্থানে অ্যাম্বুলেন্স পৌছানো সম্ভব নয়, সেখানে বাইকে করে স্বাস্থ্যকর্মীরা পৌঁছে যাবেন। বেসরকারিীসংস্থার এই উদ্যোগ হলেও স্বাস্থ্য দপ্তরের গাইডেন্স অনুযায়ীই তারা কাজ করবে বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কলকাতার মেয়র শোভন চ্যাটার্জি, রাজ্যের মুখ্যসচিব সমর ঘোষ প্রমুখ।
বিশিষ্ট সাংবাদিক ও এই কর্মসূচিটির অন্যতম রূপকার কুনাল ঘোষ এদিন বলেন, ‘প্রত্যন্ত গ্রামে মানুষের কাছে চিকিৎসা পরিষেবা দেওয়ার স্বপ্ন। তাতে আমরা চেষ্টা করেছি। আমরা যখন সংবাদ পরিবেশন করি প্রত্যন্ত গ্রামে মানুষ চিকিৎসা পাচ্ছে না। আর কিছুই করতে পারি না। সেখানে আমাদের একটা দায়বদ্ধতা থাকুক যে আমরা খবরও করি পাশাপাশি সহযোগী সংস্থাকে অনুরোধ করে সমস্যার সমাধানে এগিয়ে আসতে। ’
এদিন তিনি আরও বলেন,‘এক্ষেত্রে আমরা মুখ্যমন্ত্রীর আহ্বানে অংশগ্রহণ করেছি। ’
উল্লেখ্য ,মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দুদিনের জঙ্গলমহল সফরের যাচ্ছেন। রাজ্য সরকারের উদ্যোগে তৈরি করা হয়েছে উন্নয়নের ১৭ দফা কর্মসূচি। তার আগেই জঙ্গলমহলের স্বাস্থ্য পরিষেবায় এই বিশেষ উদ্যোগ গ্রহণ করা হল।
বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, জুলাই ১১, ২০১১