কলকাতা: ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পাহাড়ের সমস্যা সমাধানের জন্য আগামী ১৭ জুলাই দার্জ্জিলিং যাচ্ছেন। ১৮ বা ১৯ জুলাই পাহাড় সমস্যা সমাধানে ত্রিপাক্ষিক চুক্তি হওয়ার কথা রয়েছে।
রাজ্য প্রশাসন সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রশাসন সূত্র জানায়, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ইচ্ছা অনুসারে দার্জিলিংয়ে বসেই এই চুক্তি সাক্ষরিত হতে যাচ্ছে।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে পাহাড়ের জনগণের দাবি দাওয়া নিয়ে গোর্খা জনমুক্তি মোর্চার প্রতিনিধিদের সঙ্গে রাজ্য সরকারের আলোচনার পর কয়েকদিন আগে সমাধান সূত্র বেড়িয়ে আসে।
সেই সমাধানসূত্র অনুযায়ী খসড়া প্রস্তুত করা হয়। ১৩ জুলাই চুক্তি স্বাক্ষরের জন্য স্থির হলেও কেন্দ্রীয় মন্ত্রীসভার সম্প্রসারনের জন্য তা কয়েকদিন পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়।
এদিকে এই ত্রিপাক্ষিক চুক্তির বিরোধীতা করে ১৮ ও ১৯ জুলাই পাহাড় বনধের ডাক দিয়েছে তিনটি রাজনৈতিক সংগঠন। শিবসেনা, আমরা বাঙালি এবং বাংলা বাঁচাও কমিটি দুদিনের পাহাড় বনধের ডাক দেয়।
বাংলাদেশ সময়: ০১২৫ ঘণ্টা, জুলাই ১১, ২০১১