কলকাতা: রাজ্যের বিদ্যালয় শিক্ষার ক্ষেত্রে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। সর্বভারতীয় শিক্ষা ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য আনার জন্যই প্রাথমিক শিক্ষায় ইংরাজি ভাষা চালুসহ অষ্টম শ্রেণী পর্যন্ত পরীক্ষা ব্যবস্থা তুলে দেওয়ার প্রস্তাব আনা হচ্ছে।
রাজ্যের শিক্ষা মন্ত্রকের সূত্রে জানা গেছে, সাবেক বামফ্রন্ট আমলে প্রাথমিক শিক্ষা থেকে তুলে দেওয়া ইংরাজি শিক্ষা ফের ফিরিয়ে আনছে রাজ্য সরকার। চলতি শিক্ষাবর্ষেই প্রাথমিকে ইংরাজি চালু হতে যাচ্ছে।
সূত্র জানায়, প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পাস-ফেল প্রথা তুলে দেওয়ার পর এবার তুলে দেওয়া হচ্ছে পরীক্ষা ব্যবস্থাও। কয়েক বছর আগে চালু হওয়া ইউনিট টেস্ট তুলে দেওয়ার পাশাপাশি অষ্টম শ্রেণী পর্যন্ত পরীক্ষা ব্যবস্থা ঐচ্ছিক করার সিদ্ধান্ত হতে চলেছে।
রাজ্যের স্কুল ও উচ্চশিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মহকরণে জানান, ‘এই প্রস্তাব মুখ্যমন্ত্রীর কাছে পাঠানো হচ্ছে। তিনিই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। ’
বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, জুলাই ১২, ২০১১