ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পশ্চিমবঙ্গে ২ পৌরসভা নির্বাচনে জয় তৃণমুল-কংগ্রেস জোটের

রক্তিম দাশ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৫ ঘণ্টা, জুলাই ১২, ২০১১

কলকাতা: পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের পর স্থানীয় সরকার নির্বাচনেও জয়ের ধারা অব্যহত রাখল তৃণমুল-কংগ্রেজস জোট। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের দুটি পৌরসভা উত্তর দিনাজপুরের রায়গঞ্জ ও দক্ষিন ২৪ পরগনার পুজালি’র নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করল জোট।



মঙ্গলবার নির্বাচনের ফলাফল বের হওয়ার পর দেখা যায়, রায়গঞ্জে ২৫টি আসনের মধ্যে জোটের দখলে গেছে ২২টি আসন। অন্যদিকে পুজালিতে ১৫টির মধ্যে ১১টি আসন দখলে রেখেছে জোট। দুটি পৌরসভাতেই সিপিএম একটি করে আসনে জয়ী হয়েছে।
 
রায়গঞ্জ পৌরসভায় কংগ্রেস ১৭টি, তৃণমূল ৫টি এবং একটি করে আসন দখল করে সিপিএম, সোসালিস্ট পার্টি ও নির্দল প্রার্থী। পৌরসভার বর্তমান চেয়ারম্যান মোহিত সেনগুপ্ত ১ হাজার ৪শ‘ ৮ ভোটে জয়ী হন।

অন্যদিকে, পূজালিতে কংগ্রেস ৭টি, তৃণমূল ৪টি, একটিতে সিপিএম ও ৩টি ওয়ার্ডে নির্দল প্রার্থীরা জয়লাভ করে। এখানে, ফলাফল ঘোষণা হওয়ার পরই নির্দলরা কংগ্রেসকে সমর্থনের কথা ঘোষণা করেন।

উল্লেখ্য, গত ১০ জুলাই রায়গঞ্জ ও পূজালি’তেও ভোট গ্রহণ হয়। রায়গঞ্জে কংগ্রেস ১৭টি ও তৃণমূল ৮টি আসনে লড়াই করে। অন্যদিকে, পুজালিতে কংগ্রেস ৮টিতে এবং তৃণমূল কংগ্রেস ৭টির আসনে লড়াই করে।

উল্লেখ্য, বিগত পৌর নির্বাচনেও রায়গঞ্জ ও পুজালি এই দুটি পৌরসভায় কংগ্রেস নিরঙ্কুশভাবে ক্ষমতা দখল করেছিল।

বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, জুলাই ১২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।