ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতার বাজারে বাংলাদেশি ইলিশ ৪০০ রুপি কেজি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:৩৯, জুলাই ২০, ২০১১
কলকাতার বাজারে বাংলাদেশি ইলিশ ৪০০ রুপি কেজি

কলকাতা: কলকাতা মহানগরীর বাজার গুলিতে ইলিশের যোগান বাড়ায় দাম এখন সাধারণ মানুষের নাগালের মধ্যে এসে পড়েছে। কম দামে পাওয়া যাচ্ছে এখন পদ্মা আর গঙ্গার ইলিশ।



১ কেজির না হলেও, ৬০০ থেকে ৭০০ গ্রামের ইলিশ এখন কলকাতার বাজারে পাওয়া যাচ্ছে। বাংলাদেশের কম ওজনের ইলিশের দাম পড়ছে প্রতি কেজি ৪০০ থেকে ৫০০ রুপি।

অন্যদিকে, দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ ও ডায়মন্ডহারবারের গঙ্গার ইলিশের দাম ২৫০ থেকে ৩৫০ রুপি প্রতি কেজি পাওয়া যাচ্ছে।

তুলনামূলকভাবে পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের ইলিশের দাম কিছুটা বেশি প্রতি কেজি ৫০০ থেকে ৬০০ রুপির মধ্যে।

কলকাতার বেশ কয়েকটি বাজার ঘুরে জানা গেলে, এখন যা ইলিশ পাওয়া যাচ্ছে তা ১ কেজির কম। আর যদিও পাওয়া যায় দাম আকাশ ছোঁয়া।

তবে দাম যাই হোক না কেন, মেঘলা দিনে সাদা ভাতের সঙ্গে ইলিশ আর ইলিশ মাছের তেলই একমাত্র বাঙালির রসনা তৃপ্তি করতে পারে।

বাংলাদেশ সময়: ০২৩০ ঘন্টা, জুলাই ২০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।