কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে চাকরির জন্য স্মারকলিপি দিতে গিয়ে গ্রেপ্তার হলেন ৩৫ জন। এরা প্রত্যেকই রাজ্য সরকারের প্যানেলভুক্ত পুলিশের কনস্টেবল।
এদিন সকাল সাড়ে ১১টা নাগাদ প্রায় ৭০ জন কনস্টেবল মহাকরণের সামনে এসে মুখ্যমন্ত্রীকে স্মারকলিপি দিতে যায়। পুলিশ তাদের বাধা দিলে বচসা শুরু হয়। মহাকরণের গেটের সামনে বসে তারা বিক্ষোভ দেখাতে শুরু করে। মহাকরণের সামনে ১৪৪ ধারা জারি থাকায় কর্মরত পুলিশেরা বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে।
বচসার এক পর্যায়ে পুলিশ বিক্ষোভকারীদের ধাওয়া করে। শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিপেটা করে। ৩৫ জনকে গ্রেপ্তার হন।
উপস্থিত বিক্ষোভকারীরা জানায়, ২০০৯ সালে তারা পরীক্ষা দিয়ে রাজ্য সরকারের প্যানেলভুক্ত হন। তাদের মোট সংখ্যা ১ হাজার ৪শ জন। নাম প্যানেলে থাকায়ও নতুন সরকার তাদের চাকরিতে নিয়োগ দিচ্ছে না।
তারা অভিযোগ করেন, বিধানসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় জাহাজমন্ত্রী ও তৃণমুলনেতা মুকুল রায় তাদের বিষয়টি দেখবেন বলেছিলেন। কিন্তু এখন তিনি আর বিষয়টি আমল দিচ্ছেন না। অথচ পরের প্যানেলের প্রার্থীদের চাকরি হচ্ছে।
ভারতীয় সময়: ১৮২৫ ঘন্টা, জুলাই ২২, ২০১১