ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

‘বঙ্গবিভূষণ’ সম্মাননা পাচ্ছেন ওস্তাদ আমজাদ আলিসহ ৮ জন

রক্তিম দাশ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৮ ঘণ্টা, জুলাই ২৩, ২০১১
‘বঙ্গবিভূষণ’ সম্মাননা পাচ্ছেন ওস্তাদ আমজাদ আলিসহ ৮ জন

কলকাতা: সমাজের বিভিন্ন স্তরের গুনীজনদের সংবর্ধনা জানানোর জন্য পশ্চিমবঙ্গ সরকারের সর্ব্বোচ সম্মাননা ‘বঙ্গবিভূষণ’ আগামী সোমবার প্রদান করা হবে বলে সরকারিভাবে জানানো হয়েছে।

এই বছর থেকে চালু হওয়া এই সম্মাননা পাচ্ছেন বিশিষ্ট সরোদ বাদক ওস্তাদ আমজাদ আলি খান, প্রবীণ নৃত্যশিল্পী অমলাশঙ্কর, প্রবীণ রবীন্দ্রসঙ্গীত শিল্পী দ্বিজেন মুখার্জি, টলিউডের সাবেক দুই চিত্রনায়িকা সন্ধ্যা রায় ও সুপ্রিয়া দেবী, ভারত বিখ্যাত গায়ক মান্না দে, প্রবীণ নাট্যকর্মী চলচ্চিত্র অভিনেতা হারাধন ব্যানার্জি ও ভারতীয় ফুটবলদলের সাবেক অধিনায়ক ওল্মিপিয়ান শৈলেন মান্না।



আগামী সোমবার কলকাতার সায়েন্স সিটি অডিটরিয়ামে সন্ধ্যা ৬টায় গুনীজনদের হাতে সম্মাননা তুলে দেবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

অনুষ্ঠানে রাজ্যের মন্ত্রী ও বিশিষ্টজনরা উপস্থিত থাকবেন।

বাংলাদেশ সময়: ১০৫৮ ঘণ্টা, জুলাই ২৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।