কলকাতা: প্রথম ভারতীয় ক্লাব হিসেবে মোহনবাগানের আইএফএ শিল্ড জয়ের শতবার্ষিকী উৎসবের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শুক্রবার মোহনবাগান দিবসে। মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার কোনও ক্রীড়া অনুষ্ঠান মঞ্চে দেখা গেল তাকে।
১৯১১ সালের ঐতিহাসিক শিল্ড জয়ের শতবর্ষে এবার একটু অন্যমাত্রা পেয়েছিল। এদিন বিকাল পাঁচটায় মূল অনুষ্ঠানটি হয় কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে।
অনুষ্ঠানে ভারতীয় ফুটবল দলের সাবেক দলনায়ক পিকে ব্যানার্জির হাতে ‘মোহনবাগান রত্ম’ সম্মাননা তুলে দেন মমতা ব্যানার্জি । এছাড়া অর্জুন পুরস্কার পাওয়া সুনীল ছেত্রী ও ধ্যানচাদ পুরস্কার পাওয়া সাবির আলিকে সংবর্ধনা জানান তিনি।
এদিন ক্লাবের জীবিত ৩৯ জন অধিনায়কের হাতে প্রদান করা হয় বিশেষ সম্মাননা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবীণ ফুটবলের ওলিম্পিয়ান শৈলেন মান্না থেকে বর্তমান প্রজন্মের সব ক্রীড়াবিদ।
অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন মুম্বাইয়ের বিশিষ্ট শিল্পী শ্রেয়া ঘোষাল ও বাবুল সুপ্রিয়।
বাংলাদেশ সময় : ০২৩৩ ঘন্টা, জুলাই ৩০, ২০১১