কলকাতা: এবার পশ্চিমবঙ্গের বন্ধ হয়ে যাওয়া কারখানার প্রায় ৪১ হাজার একর জমি অধিগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।
শনিবার রাজ্যের শ্রমমন্ত্রী পূর্ণেন্দু বসু মহাকরণে এই সিদ্ধান্তের কথা জানান।
শ্রমমন্ত্রী বলেন, কোনো মতেই রাজ্য সরকারের দেওয়া জমি ফেলে রাখা যাবে না। এটা রাজ্য সরকারের ঘোষিত নীতি। এই জমিগুলি নিয়ে নেওয়া হবে।
তিনি আরও বলেন, জমির বিষয়ে একটি নীতিমালা তৈরি করেছে রাজ্য সরকার। রাজ্যে ছোট, বড়, মাঝারি প্রায় ৫৬ হাজার কারখানা বন্ধ। ভারতে এই সংখ্যাটা প্রায় ৭ লাখ।
তিনি জানিয়েছেন, সেস্ট অ্যাকুইজিশন আইনে রাজ্য সরকার এই জমি ফিরত নিয়ে নেবে।
বাংলাদেশ সময়: ১৮০৭ ঘন্টা, জুলাই ৩০, ২০১১