কলকাতা: রাজ্যের সংখ্যালঘু মানুষজনের উন্নয়নের জন্য ১২২ কোটির রুপি ঘোষণা করেছেন মমতা ব্যানার্জি।
সেইসঙ্গে শনিবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রী নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে সংখ্যালঘুদের জন্য একাধিক উন্নয়ন প্রকল্পের কথাও ঘোষণা করেন তিনি।
তিনি বলেন, সংখ্যালঘুদের উন্নয়নের জন্য ১২২ কোটি রুপি দেওয়া হবে। ৩৯টি উর্দু শেখার স্কুল তৈরি হবে। ৭০০২টি স্বনির্ভর গোষ্ঠী তৈরি করা হবে সংখ্যালঘু এলাকায়। ৩টি পলিটেকনিক কলেজ করা হবে।
এদিন সংখ্যালঘু দুস্থ ছাত্র-ছাত্রীদের পড়াশোনার জন্য আর্থিক সাহায্য ও বৃত্তি প্রদান করা হয় পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে।
এদিন মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘প্রতি বছর ৫৪ হাজার ছাত্র-ছাত্রীকে এ বৃত্তি দেওয়া হবে। ’
সংখ্যালঘুদের কাজের জন্য ডাটা ব্যাঙ্ক তৈরি করা হবে বলেও তিনি আশ্বাস দেন।
এদিন তিনি দাবি করেন, ২ মাস কাজ করে তিনি নার্সিং ট্রেনিংয়ে ১৭ শতাংশ মুসলিম মেয়েদের আনতে পেরেছেন।
তিনি আরও বলেন,‘ আগের বাম সরকার সংখ্যালঘুদের জন্য কিছুই করেনি। যা করেছে তাও ভুলভাল দেখানো হয়েছে। আগের সরকার কারও মতামত নেয়নি। মাইনোরিটি বলে কিছু লেখা নেই বিলে। কেন্দ্রীয় সরকার ৭ শতাংশ দিয়েছিল, রাজ্য সরকার সেটাকে ১০ শতাংশ করেছিল। ’
এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে কলকাতা সফরে আসা ভারতের সংখ্যালঘুদের উন্নয়নের জন্য তৈরি কেন্দ্রীয় সরকারের সাচার কমিটির প্রধান সাবেক বিচারপতি রাজেন্দ্রনাথ সাচারের সঙ্গে টাউন হলে সংখ্যালঘুর উন্নয়ন নিয়ে আলোচনা করেন।
এ ব্যাপারে মুখ্যমন্ত্রী বলেন,‘ শিক্ষা-সংস্কৃতি ও সব কমিউনিটি নিয়ে একসঙ্গে কাজ করার কথা হয়েছে। কাজ কতদূর হল তার খতিয়ান রাখার কথা সাচার বলেছেন। জবাবে তাদের আমি ই-গভর্নেন্স চালু করা হয়েছে বলে জানিয়েছি। ’
এ সময় রাজ্যের সংখ্যালঘুর উন্নয়নে সাচারের উপদেশ নেওয়া হয়েছে বলেও দাবি করেন মুখ্যমন্ত্রী।
বাংলাদেশ সময়: ০৯৪৮ ঘণ্টা, জুলাই ৩১, ২০১১