ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

দুর্নীতির প্রতিবাদে কলকাতায় মনমোহনের কুশপুতুল দাহ বিজেপির

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৪ ঘণ্টা, আগস্ট ২, ২০১১
দুর্নীতির প্রতিবাদে কলকাতায় মনমোহনের কুশপুতুল দাহ বিজেপির

কলকাতা: ভারত সরকারের দুর্নীতির প্রতিবাদে মঙ্গলবার বিজেপির’ রাজ্য কমিটির পক্ষ প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিল শেষে কলকাতার ধর্মতলায় প্রধানমন্ত্রীর মনমোহন সিংয়ের কুশপুতুল দাহ করা হয়।



এদিন বিজেপির রাজ্য কার্যালয় থেকে একটি মিছিল বের হয়ে মহানগরীর কেন্দ্রস্থল ধর্মতলায় ডোরিনা ক্রশিংয়ে আসে।

বিজেপির রাজ্য সভাপতি রাহুল সিনহা এদিন বলেন, ‘কেন্দ্রীয় সরকারের সীমাহীন দুর্নীতির প্রতিবাদে রাজ্যের প্রতিটি জেলায় মিছিল করা হবে। ’

এদিন রাজ্যের ১২টি মদের দোকানের ঢালাও লাইন্সেস ও অনলাইন লটারি বিরুদ্ধে সোচ্চার হয় বিজেপি।

এই প্রসঙ্গে তিনি বলেন,‘ বর্তমান রাজ্য সরকার বিগত সরকারের পথ অনুসরণ করে চলছে। বিজেপির তরফ থেকে রাজ্য সরকারের কাছে আবেদন জানিয়েও কোন লাভ হয়নি। ’

ভারতীয় সময়: ১৯১৫ ঘন্টা, আগস্ট ২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।