কলকাতা: পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলাকে ভেঙে দুটি পৃথক জেলা করার বিরোধিতা করল গোর্খা জনমুক্তি মোর্চা। বুধবার কলকাতার মহাকরণে সর্বদলীয় বৈঠকে ওঠা এই প্রস্তাবের বিরুদ্ধে সরব হয় মোর্চা।
এদিনের বৈঠক শেষে মোর্চার শীর্ষনেতা রোশান গিরি বলেন, ‘আমরা জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারকে পৃথক করার পক্ষে নই। কারণ গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের এলাকা চিহ্নিত না হওয়া পর্যন্ত আমরা এই ভাগ মেনে নেবো না। ’
এদিন তিনি বলেন, ‘গোর্খা ল্যান্ড টেরিটোরিয়াল অথরিটির মধ্যে আলিপুরদুয়ার জেলায় পড়বে এমন কয়েকটি মৌজাও আছে। ’
এর পাশাপাশি রোশান গিরি আরও দাবি করেন, দার্জিলিংকে দুটি জেলায় ভাগ করতে হবে। এর ফলে উন্নতি হবে দার্জিলিংয়ের।
বাংলাদেশ সময়: ০৩০১ ঘণ্টা, আগস্ট ৪, ২০১১