ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ঢাকা সফরের আগে দু’দিনের পশ্চিমবঙ্গ সফরে মনমোহন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৮ ঘণ্টা, আগস্ট ৫, ২০১১
ঢাকা সফরের আগে দু’দিনের পশ্চিমবঙ্গ সফরে মনমোহন

কলকাতা: ঢাকা সফরের আগে দু’দিনের জন্য পশ্চিমবঙ্গ সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং।

আগামী ২১-২২ আগস্ট তিনি কলকাতা সফর করবেন।

সফরে তিনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে   বৈঠক করবেন।

এরই মধ্যে বাংলাদেশ সফরের আগে কলকাতা সফরে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক নিয়ে রাজনৈতিকমহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

রাজ্য প্রশাসন সূত্রে জানা গেছে, সাহা ইন্সিটিটিউটে’র একটি অনুষ্ঠানে অংশ নিতে ২১ আগস্ট কলকাতায় যাবেন প্রধানমন্ত্রী। ওই দিন তিনি রাজভবনে রাত্রিবাস করবেন। সেখানেই তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে এক ঘণ্টা কথা বলবেন।

রাজনৈতিক মহলের ধারণা, পশ্চিমবঙ্গ রাজ্যের অর্থনৈতিক প্যাকেজ নিয়ে ওই বৈঠকে আলোচনা হতে পারে, আসতে পারে আসন্ন বাংলাদেশ সফরে তিস্তাসহ অন্যান্য নদীর পানি বণ্টন প্রসঙ্গও।

পরের দিন ২২ আগস্ট মনমোহন সিং ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ ম্যানেজমেন্টের গোল্ডেন জুবিলি অনুষ্ঠানে অংশ নেবেন। এখানে তিনি ১০-৪৫ মিনিট থাকবেন।

এরপরে তিনি দুপুরে পূর্ব মেদিনীপুর জেলার খড়গপুর আইআইটির ৫৭তম উদ্বোধন দিবস অনুষ্ঠানে যোগ  দেবেন।

তারপরে কলাইকুণ্ডা বিমানবন্দর থেকে ভারতীয় বায়ুসেনার বিশেষ বিমানে তিনি দিল্লি ফিরে যাবেন।

বাংলাদেশ সময়: ০১৫৬ ঘণ্টা, আগস্ট ০৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।