কলকাতা: সদ্য প্রয়াত বিশিষ্ট নাট্যকার বাদল সরকারের মৃত্যু ঘিরে নতুন করে চাঞ্চল্য ছড়াল। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন এই নাট্যকারকে খুন করা হয়েছে বলে অভিযোগ দায়ের করা হয়েছে কলকাতা পুলিশের কাছে।
বৃহস্পতিবার রাতে মধ্য কলকাতার বটতলা থানায় এই অভিযোগ দায়ের করেন প্রয়াত নাট্যকারের দীর্ঘদিনের সেবিকা সোমা দাস। তার অভিযোগের তীর বাদল সরকারের ছেলে অভিজিৎ, পুত্রবধূ বানী ও মেয়ে ভারতী ভট্টাচার্যর ওপর।
সোমা দাস অভিযোগ করেছেন, সম্পত্তির লোভে তাকে অতিরিক্ত ঘুমের ওষুধ খাইয়ে খুন করা হয়েছে। তার চিকিৎসক তাকে কখনই ঘুমের ওষুধ খাওয়ানোর কথা বলেননি।
যদিও যে চিকিৎসক গত ১২ বছর ধরে তার চিকিৎসা করছিলেন তিনি ডেথ সার্টিফিকেটে স্বাভাবিক মৃত্যুর কথাই লিখেছেন।
এদিকে মহাকরণ সূত্রে জানা গেছে, এই অভিযোগের খবরটি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শোনার পর তিনি তদন্তের নির্দেশ দিয়েছেন। প্রয়াত বাদল সরকার তার দেহটি চিকিৎসা বিজ্ঞানের স্বার্থে দান করেছেন। তাই এখন নতুন করে ফরেনসিক পরীক্ষা করা হতে পারে বলে জানা গেছে।
বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, আগস্ট ৫, ২০১১