ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মজুরি বৃদ্ধির দাবিতে চা শ্রমিকদের লাগাতার হরতাল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, আগস্ট ৯, ২০১১
মজুরি বৃদ্ধির দাবিতে চা শ্রমিকদের লাগাতার হরতাল

কলকাতা: পশ্চিমবঙ্গের উত্তরের তরাই-ডুয়ার্সে সব চা শ্রমিকরা মজুরি বৃদ্ধির দাবিতে লাগাতার হরতাল শুরু করেছেন  মঙ্গলবার সকাল থেকে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন বিভিন্ন চা কারখানার গেটের সামনে শ্রমিকরা পিকেটিং করেছেন।

তরাই ও ডুয়ার্সের ২৬৪টি চা বাগান বন্ধ রয়েছে।

শ্রমিকরা ৩১ ও ৫৫ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে পিকেটিং করছে। এরফলে জাতীয় সড়কে অচলাবস্থার সৃষ্টি হয়েছে।

চা শ্রমিকরা কারখানার ভেতরে চা ঢুকতে দিচ্ছে না বা বের হতে দিচ্ছে না। সব লেনদেন বন্ধ রয়েছে।

চা শ্রমিকরা বলেছেন, এখন তাদের দৈনিক মজুরি ৬৭ রুপি। এই মজুরিতে তাদের ছেলে-মেয়েদের পড়াশুনো ও সংসার চালানো সম্ভব হচ্ছে না। তাই এটা বাড়িয়ে ২শ’ ৫০ রুপি করতে হবে।

এদিকে চা বাগানের শ্রমিকদের আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করেছে আদিবাসী বিকাশ পরিষদ।

এরই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার কলকাতার মহাকরণে আদিবাসী বিকাশ পরিষদের নেতাদের সঙ্গে বিশেষ বৈঠক বসছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব।

উল্লেখ্য, ২০০৮ সালের এপ্রিল মাসে চা বাগানের শ্রমিকদের সঙ্গে তৎকালীন রাজ্য সরকারের চুক্তি হয় তিন বছরের জন্য। সেই চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে ২০১১ সালের এপ্রিল মাসে। তাই মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিকরা হরতালের ডাক দিয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।