ঢাকা, বুধবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

বাবা রামদেবকে বিয়ে করতে চাই, রাখী পরাব কেন: রাখী সাওয়ান্ত

রক্তিম দাশ. সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৩, আগস্ট ১৬, ২০১১
বাবা রামদেবকে বিয়ে করতে চাই, রাখী পরাব কেন: রাখী সাওয়ান্ত

কলকাতা: তার নামের সঙ্গে রাখী বন্ধন উৎসবের নাম জড়িয়ে থাকলেও রাখী সাওয়ান্ত কিন্তু এই উৎসবে বিশ্বাস করেন না। তার মতে, যেহেতু তার নাম রাখী সেহেতু তিনি নিজেই নিজের রক্ষা করতে পারবেন।



রাখী  সাওয়ান্ত মঙ্গলবার সকালে মুম্বাইয়ে বলেছেন,‘ আমায় কোনো ভাইকে রক্ষা করতে হবে না। কারণ আমি নিজেই নিজের রক্ষাকর্তা। ’

একান্তই যদি রাখী পরাতে হয় তাহলে কাকে পরাবেন এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘ আমি রাজ ঠাকরে কে রাখী পরাব। কারণ উনি আমার মতো মহারাষ্ট্রের নাগরিক। ’

একই সঙ্গে এও বলেছেন,‘ আমি কখনোই তিন খান- শাহরুখ, সালমন এবং আমীরকে রাখী পরাব না। ’

আর বাবা রামদেব? এই প্রশ্নের উত্তরে লজ্জা পেয়ে রাখী বলেন,‘ ছি: আমি ওনাকে বিয়ে করতে চাই। রাখী পরাব  কেন?’

উল্লেখ্য, সনাতন ধর্মের এই উৎসবটি মূলত ভাইয়ের মঙ্গল কামনায় বোনেরা ভাইয়ের হাতে রাখী পড়ান। মুঘল আমলে এই উৎসবটি ধর্মীয় গন্ডির বাইরে এসে সামাজিক উৎসবে পরিণত হয়। ১৯০৫ বঙ্গভাগের বিরুদ্ধে কবিগুরু এই দিনটিতে কলকাতার নাখোদ মসজিদের ইমাম সাহেবকে  রাখী পরিয়ে এটিকে একটি অসাম্প্রদায়িক উৎসবে রূপ দেন।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।