ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

রিমান্ডে থাকা সাবেকমন্ত্রী সুশান্ত ঘোষের আঞ্জিওপ্লাস্টি করা হবে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৮ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১১

কলকাতা: গড়বেতা হত্যা মামলায় অভিযুক্ত সিআইডি’র রিমান্ডে হাসপাতালের ভর্তি সাবেক মন্ত্রী ও গড়বেতা বিধায়ক সুশান্ত  ঘোষের মঙ্গলবার অ্যাঞ্জিওপ্লাস্টি করা হবে।

কলকাতার পিজি হাসপাতালের সূত্রে জানা গেছে, এদিন অ্যাঞ্জিওপ্লাস্টির মেডিক্যাল বোর্ড বসবে সেখানেই সিদ্ধান্ত নেওয়া হবে সুশান্ত ঘোষকে ছাড়া হবে কিনা।



এদিন দুপুরে সিআইডি ডিআইজি (অপারেশন) কে জয়রামন পিজি হাসপাতালে আসেন মেডিক্যাল রিপোর্ট জানতে। কারণ বুধবার তার সিআইডি রিমান্ড শেষ হয়ে যাচ্ছে। এদিকে তিনি অসুস্থ থাকায় সিআইডি তাদের জিজ্ঞাসাবাদ শেষ করতে পারেনি।

এদিকে সিআইডি সূত্রে জানা গেছে, সরকারি গাড়ির লকবুক স্টাডি করে দেখা হচ্ছে ২০০২ সালের ২২শে আগস্ট তিনি কোথায় ছিলেন।

এদিকে মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরের গড়বেতার উত্তর পিয়াশাল থেকে বিমান ঘোষ নামে একজন সিপিএমের কর্মীকে পুলিশ গ্রেফতার করেছে। তার ৮দিনের জন্য পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

এদিকে, সুশান্ত  ঘোষের ভাই প্রশান্ত ঘোষের খোঁজ করছে পুলিশ। তার  খোঁজে পুলিশ ত্রিপুরায়  যেতে  পারে বলে জানা  গেছে। ২০০২ সালের তার সরকারি গাড়ির চালককে পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে।

ভারতীয় সময়: ১৫৫৫ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।