ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

বঙ্গবন্ধু দ্বি-জাতি তত্ত্ব ভুল প্রমাণ করেছিলেন : টেলিযোগাযোগমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৫ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১১
বঙ্গবন্ধু দ্বি-জাতি তত্ত্ব ভুল প্রমাণ করেছিলেন : টেলিযোগাযোগমন্ত্রী

কলকাতা: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জিন্নার দ্বি-জাতি তত্ত্ব ভুল প্রমাণ করেছিলেন বলে মন্তব্য করেছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন রাজু।

মঙ্গলবার কলকাতার বাংলা একাদেমী সভাঘরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ উপদূতাবাস আয়োজিত ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।



এ সময় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশর প্রখ্যাত কথাসাহিত্যিক সৈয়দ শামসুল হক, বিশিষ্ট সাহিত্যিক ও কলকাতা বাংলা একাদেমীর সভাপতি মহাশ্বেতা দেবী, নেতাজী রির্সাচ ব্যুরো চেয়ারম্যান কৃষ্ণা বসু, কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সাম্মানিক অধ্যাপক জয়ন্ত কুমার রায়, দৈনিক বাংলা স্টেটসম্যান পত্রিকার সম্পাদক মানস ঘোষ প্রমুখ।

অনুষ্ঠানে কথাসাহিত্যিক সৈয়দ শামসুল হক বলেন, ‘১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করে পরাজিত পাকশক্তি বাংলাদেশকে ‘পাক-বাংলা’ বানাতে চেয়েছিল। তিনি জিন্নার দ্বি-জাতি তত্ত্বকে ভুল প্রমাণ করেছিলেন বাংলাদেশ নামকটি একটি রাষ্ট্রের স্থাপনার মধ্য দিয়ে। ’

তিনি আরও বলেন, ‘দক্ষিণ এশিয়ার ৫ হাজার বছরে ইতিহাসে তিনি প্রায় নিরক্ষর একটি পিছিয়ে পড়া জনগোষ্ঠিকে একটি রাষ্ট্র উপহার দিয়েছিলেন। তিনি যে অসম্প্রাদায়িক চেতনার স্বপ্ন দেখেছিলেন তার সবচেয়ে বড় প্রমাণ আওয়ামী মুসলিম লীগ থেকে আওয়ামী লীগের জন্ম। ’

এদিন তিনি অভিযোগ করেন, বঙ্গবন্ধুর হত্যার পেছনে জেনারেল জিয়ার হাত ছিল।

সৈয়দ শামসুল হক বলেন, ‘সম্প্রতি মনমোহন সিংয়ের কথায় আমি ব্যাথিত হয়েছি। বাংলাদেশের ২৫ শতাংশ মানুষ জামাতের সমর্থক এটা সত্য নয়। এটা বঙ্গবন্ধুর দেশ এখানে সাম্প্রদায়িকতার স্থান নেই। ’

কৃষ্ণা বসু বলেন, ‘১৯৪৭ সালে যুক্তবাংলার চেষ্টা করেছিলেন বঙ্গবন্ধু। তিনি বলতেন, আমি নেতাজী সুভাষচন্দ্রের হাত ধরে রাজনীতিতে এসেছি। ’

মানস ঘোষ বলেন, ‘তাকে হত্যা করা হয়েছিল আরও একবার পাকিস্তান তৈরি করার জন্য। একটা পাকিস্তান চক্র স্বাধীনতার পর বঙ্গবন্ধু বির্তকিত করার অপ্রয়াস নিয়েছিল, তার সঙ্গে যোগ দিয়েছিল বিরোধী কিছু রাজনৈতিক নেতা। ’

তিনি আরও বলেন, ‘এখন যে কথা খালেদা জিয়া বলছে, সেদিন এই রকম কথাই বলা হয়েছিল। যার ফলশ্রুতি ১৫ আগস্ট। ’

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।