কলকাতা: আন্না হাজারের দুর্নীতি বিরোধী আন্দোলনে জেরবার হয়ে বুধবার ভারতের লোকসভা ও রাজ্যসভায় বিবৃতি দিলেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। সরকারও আন্নার মতো দুর্নীতি দমনে সমান আগ্রহী এটাই তিনি এদিন বোঝাতে চেয়েছেন সাংসদদের।
এদিন তিনি বলেন, ‘আন্না হাজারে ও তাঁর সমর্থকেরা শর্ত না মেনে অনশন করেছেন। তাই পরিস্থিতি মোকাবিলায় ব্যবস্থা নিতে হয় পুলিশকে। সরকার শান্তিপূর্ণভাবে প্রতিবাদকে সমর্থন করে। আইন মেনে পুলিশকে ব্যবস্থা নিতে হয়েছে। প্রতিবাদ জানাতেও অনুমতির প্রয়োজন হয়। আন্নাকে ছেড়ে দেওয়া হলেও তিনি জেলের বাইরে আসেননি। ’
তিনি আরও বলেন, ‘দুর্নীতি দমনে আন্নার মতো সরকারও সমান উৎসাহী। লোকপাল বিল এখন স্ট্যান্ডিং কমিটির কাছে রয়েছে। সরকারও চায় দ্রুত এই বিল পাস করতে। ’
প্রধানমন্ত্রী বলেন, ‘কোনো জাদুতে দুর্নীতি দুর করা যাবে না। মানুষকে সচেতন হতে হবে। সংসদ চলতে দেওয়া উচিত সাংসদদের। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হোক। ’
ভারতের অর্থনীতির কথা তুলে মনমোহন সিং বলেন, ‘ভারতের অর্থনীতিকে এগোতে হবে। সংসদ ঠিক মতো না চললে কাজ কী করে এগোবে। ’
এদিন প্রধানমন্ত্রী আবেদন করেন, সাংসদের সভার কাজ চালাতে সাহায্য করার জন্য।
লোকসভায় ১৯৩ ধারা অনুযায়ী বিরোধী দলনেত্রী সুষমা স্বরাজকে বলতে দেন স্পিকার মীরা কুমার।
কিন্তু বিরোধীদের বক্তব্য শুরু হওয়ার আগে প্রধানমন্ত্রী রাজ্যসভায় বক্তব্য রাখার জন্য সভা ছেড়ে চলে গেলে অনেক সাংসদ এর প্রতিবাদ জানান।
সুষমা স্বরাজ রাজ্যসভার অধিবেশন স্থগিত রাখার কথা বলেন। এরপরে বিজেপির পক্ষে আদভানি বলেন, সরকার বিরোধীদের কণ্ঠরোধ করছে। এরপরে উত্তাল হয়ে ওঠে লোকসভা।
ভারতীয় সময়: ১৫৫২ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১১