ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ঈদ ও পুজো: পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারী ও পেনশনারদের জন্য বোনাস

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৭ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১১

কলকাতা: রাজ্য সরকারি কর্মচারীদের আসন্ন ঈদ ও পুজোয়  বোনাস  দেওয়ার কথা  ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ সরকার।

বুধবার বিধানসভায় রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র রাজ্য সরকারের কর্মীদের বোনাস দেওয়ার কথা ঘোষণা করেন।



এদিন তিনি বলেন,‘২০ হাজার রুপির কম যাদের বেতন, তাদের ২হাজার ১শ রুপি দেওয়া হবে। আর ২৮ হাজার রুপি পর্যন্ত যাদের বেতন, তাদের দেওয়া হবে ২হাজার রুপি। এছাড়া রাজ্য সরকারের অধীন অবসর প্রাপ্ত পেনশনারদের ৮শ রুপি বোনাস দেওয়া হবে।

অর্থমন্ত্রী আরও বলেন, ‘রাজ্য সরকারের কর্মচারীদের পঞ্চম পে কমিশনের বকেয়া তৃতীয় কিস্তির টাকার ৫০শতাংশ দেওয়া হবে আগামী মাসে। ’

ঈদ ও পুজোর আগে বকেয়া দিলে মানুষ কেনাকাটার সুযোগ পাবেন বলে অর্থমন্ত্রী জানান।

উল্লেখ্য, গতবছর ১হাজার রুপি করে সব কর্মচারীদের বোনাস দেওয়া হয়। পেনশনাদের ৪০০রুপি করে বোনাস দেওয়া হয়।


ভারতীয় সময়: ১৬৪০ঘণ্টা, আগস্ট ১৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।