ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পরিবেশ দূষণ এড়াতে পরমাণু বিদ্যুৎ প্রকল্প বাতিল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৭ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১১

কলকাতা: পরিবেশ দূষণ সমস্যার জন্য সাবেক বামফ্রন্ট সরকার আমলে প্রস্তাবিত পূর্ব মেদিনীপুরের হরিপুরের পরমাণু বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পটি বাতিল করল পশ্চিমবঙ্গ সরকার।

বুধবার বিকেলে বিধানসভার প্রশ্নোত্তর পর্বে এই ঘোষণা করলেন রাজ্যের পরিকল্পনা, উন্নয়ন ও বিদ্যুৎমন্ত্রী  মণীশ গুপ্ত।



এদিন তিনি বলেন, মূলত: পরিবেশ দূষণ ও জমি সংক্রান্ত সমস্যার জন্য এই প্রকল্পটি বাতিল করা হল। রাজ্যের বিদুৎ পরিস্থিতি মোকাবিলায় বিকল্প বিদ্যুৎ উৎপাদনের ওপর জোর দেওয়া হবে।

এদিন তিনি আরও বলেন, যতদিন তা না হচ্ছে ততদিন দরকার হলে বাইরে থেকে বিদুৎ  কিনে পরিস্থিতি মোকাবিলা করা হবে।

উল্লেখ্য, সাবেক বামফ্রন্ট সরকারের আমলে কেন্দ্রীয় সরকারের সঙ্গে চুক্তি করে এই প্রকল্প করা হচ্ছিল। প্রথম থেকেই পরিবেশ দূষণের অভিযোগ তুলে এই প্রকল্পের বিরোধীতা করছিল তৃণমুল।

বাংলাদেশ সময়: ০৩০৫ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।