ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

আন্নাকে সমর্থন দেয়নি আমেরিকা ?

রক্তিম দাশ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৪ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১১
আন্নাকে সমর্থন দেয়নি আমেরিকা ?

কলকাতা: ভারতের দুর্নীতি বিরোধী আন্দোলনে আন্না হাজারেকে সমর্থন দেয়নি আমেরিকা। বুধবার ওয়াশিংটন যে বিবৃতি দিয়েছে তা সঠিক নয় বলে জানিয়েছে ওবামা প্রশাসন।



বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ওবামা প্রশাসনের মুখপাত্র ভিক্টোরিয়া নুল্যান্ড বলেন, ‘বিশ্বের সর্বত্রই গণতান্ত্রিক আন্দোলনকে আমেরিকা সমর্থন করে। তবে আন্নাকে সমর্থন করে আমেরিকা কোনো বক্তব্যই রাখেনি। ’

এদিন তিনি আরও বলেন, আন্নাকে সমর্থন করে আমেরিকার যে বক্তব্য প্রকাশিত হয়েছে, তার সঠিক মূল্যায়ন হয়নি।

আমার যতদূর মনে পরে, আন্নার প্রতি আমেরিকা শুধুমাত্র সহানুভূতি প্রকাশ করেছিল। ব্যাপারটি ভারতের অভ্যন্তরীণ বিষয় বলেও তিনি জানান।

আন্না হাজারেকে সমর্থন করে যুক্তরাষ্ট্রের মত প্রকাশকে কেন্দ্র করে বুধবার নয়াদিল্লিতে ওবামা প্রশাসনের কড়া সমালোচনা করে কংগ্রেস।

কংগ্রেস মুখপাত্র রসিদ আলভি প্রশ্ন তোলেন, আন্না হাজারের আন্দোলনে ভিড় জমাচ্ছে পশ্চিমা শক্তি।

স্বাধীনতার পর ভারতের কোনো আন্দোলনে সমর্থন করে বিবৃতি দেয়নি যুক্তরাষ্ট্র। কিন্তু এবারের আন্নার সমর্থনে আমেরিকার বিবৃতি দেওয়ায় স্পষ্টই ক্ষুদ্ধ হয়েছে নয়াদিল্লি। তার কথায়, ভারতের অভ্যন্তরীণ বিষয়ে আমেরিকার অযাচিত ও অপ্রয়োজনীয় নাক গলানোর অর্থ কী?

বাংলাদেশ সময়: ০১০৭ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।