ঢাকা, বুধবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ওয়েস্ট বেঙ্গলের নাম ‘পশ্চিমবঙ্গ’ করার সিদ্ধান্ত

রক্তিম দাশ. সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২২, আগস্ট ১৯, ২০১১
ওয়েস্ট বেঙ্গলের নাম ‘পশ্চিমবঙ্গ’ করার সিদ্ধান্ত

কলকাতা: একেই বলে ‘স্তা কা- রামায়ণ পড়ে সীতা কার মা’। এতো মতামত সবকিছুতে জলঢেলে পশ্চিমবঙ্গ নাম বদলে ‘পশ্চিমবঙ্গ’ই হল।

বাঙালি হলে এই পরিবর্তন ধরা যাবে না। ইংরেজ হলে বুঝতে পারা যাবে। ‘ডব্লিউ’র বদলে ‘পি’ দিয়ে দিয়ে শুরু হবে।

পশ্চিমবঙ্গ নাম হওয়ায় ভারতের রাজ্যের তালিকায় কয়েক ধাপ এগুলো। এখন পর্যন্ত পাঞ্জাব-রাজস্থান-সিকিম-তামিলনাড়ু- ত্রিপুরা-উত্তরাখ--উত্তরপ্রদেশের আগে পৌঁছাল পশ্চিমবঙ্গ।

বিভিন্ন প্রস্তাবের ৬টি নাম নিয়ে শুক্রবার ছিল বিধানসভার সর্বদলীয় দ্বিতীয় বৈঠক। দায়িত্বে ছিলেন রাজ্যের শিল্প ও পরিষদীমন্ত্রী পার্থ চ্যাটার্জি ও বিরোধী  দলনেতা ডা. সূর্যকান্ত মিশ্র। সর্বদলীয় বৈঠকে আলোচিত হলেঅ বাংলা, বঙ্গভূমি, বঙ্গপ্রদেশ, গৌড়বঙ্গ, বঙ্গ ও পশ্চিমবঙ্গ নিয়ে।

শেষ পর্যন্ত সর্বসম্মতিক্রমে পশ্চিমবঙ্গ নামই ঠিক হয়।

এই নামটি এবার অনুমতির জন্য লোকসভায় এবং রাজ্যসভায় পাস করা হবে। তারপরে তা ভারতের রাষ্ট্রপতির কাছে যাবে অনুমতির জন্য।

এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, কংগ্রেস বিধায়ক অসিত মিত্র প্রমুখ।

এদিকে  নতুন এই নামকে রাজ্যের বুদ্ধিজীবিদের পক্ষ থেকে স্কাগত জানানো হলেও, অধিকাশংই মনে করছেন পশ্চিম নামটি বাদ  দিয়ে শুধু ‘বঙ্গ’ নাম হলে ভাল হত।

ভারতীয় সময়: ২০৪০ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।