ঢাকা, বুধবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

জামানত খোয়ানোর আশঙ্কা: মমতার বিরুদ্ধে প্রার্থী পাচ্ছে না সিপিএম

রক্তিম দাশ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:২৫, আগস্ট ২৭, ২০১১
জামানত খোয়ানোর আশঙ্কা: মমতার বিরুদ্ধে প্রার্থী পাচ্ছে না সিপিএম

কলকাতা: পরাজয় নিশ্চিত। এমন কী জামানত বাজেয়াপ্ত হতে পারে এই আশঙ্কায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে কলকাতার ভবানীপুর বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনে লড়াইয়ের সাহস পাচ্ছে না সিপিএম।



সিপিএমের একটি সূত্র বাংলানিউজকে জানিয়েছে, ব্যাপক হারের আশঙ্কায় শেষ পর্যন্ত বামফ্রন্টের বড় শরিক সিপিএম তাদের বরাবরের ভবানীপুর আসনটি অন্য কোনও শরিক দলকে ছেড়ে দিতে পারে।

যদিও সিপিএমের এ প্রস্তাব বামফ্রন্টের শরিকদলগুলো আদৌ গ্রহণ করবে কি-না তা নিয়ে যথেষ্ট সংশয় আছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

এদিকে, বসিরহাট উত্তর কেন্দ্রের উপ-নির্বাচনে সিপিএম প্রার্থী হচ্ছেন গত বিধানসভা নির্বাচনে দমদম কেন্দ্রে পরাজিত সাবেকমন্ত্রী গৌতম দেব। তার বিরুদ্ধে লড়ছেন পরিবহনমন্ত্রী সুব্রত বক্সী। এ কেন্দ্রটি সিপিএম বিধায়ক মোস্তাফা বিন কাশেমের মৃত্যুর জন্য উপ-নির্বাচন হচ্ছে।

ভবানীপুর এমনিতেই তৃণমূলের শক্ত ঘাঁটি। গত নির্বাচনে এই কেন্দ্রে মাড়োয়ারি সমাজের নেতা নারায়ণ জৈন সিপিএম’র হয়ে দাঁড়িয়ে সুব্রত বক্সীর কাছে হেরেছিলেন।

শুধু তাই নয়, ফল ঘোষণার কয়েকদিন পরে সবাইকে চমকে দিয়ে তিনি তৃণমূলে যোগ দেন।

অন্যদিকে, বসিরহাট উত্তর কেন্দ্রে মোস্তাফা বিন কাশেমের অকাল মৃত্যু বামেদের পক্ষে সহানুভূতির ভোটে জেতার সম্ভাবনা আছে এমনটাই মনে করছে রাজ্য সিপিএম।

তাছাড়ও এ কেন্দ্রটি গৌতম দেবের যথেষ্ট জনসর্মথন রয়েছে। আগে এই আসনে জিতেই তিনি বিধায়ক হয়েছিলেন।

রাজনৈতিক মহলের ধারণা, পরিবর্তনের হাওয়ায় গৌতম দেব কি দাঁড়াতে চাইবেন? কারণ এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী সুব্রত বক্সীর বিরুদ্ধে তাকে কঠিন লড়াইয়ের মুখোমুখি হতে হবে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার এ দু’টি কেন্দ্রের উপ-নির্বাচনের কথা নয়াদিল্লিতে ঘোষণা করেছেন মুখ্য নির্বাচনী কমিশনার এস ওয়াই কুরেশি।

২৫ সেপ্টেম্বর নির্বাচন হবে। ফল ঘোষণা করা হবে ২৮ সেপ্টেম্বর। মনোয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৫ সেপ্টেম্বর।

বাংলাদেশ সময়: ১০২১ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।