কলকাতা: শুরু হয়ে গেছে কাউন্ট ডাউন। আর মাত্র কয়েক ঘণ্টা, তারপরেই মহানগরীর মাটিতে পা দিচ্ছেন মেসি।
শনিবার থেকে আর্জেন্টিনা-ভেনিজুয়েলা ম্যাচের টিকিট বিক্রি শুরু হয়ে গেছে।
ম্যাচের উদ্যোক্তারা বাংলানিউজকে জানান, রোববার সকালেই শহরে পা রাখছে আর্জেন্টিনার পাঁচ জনের টেকনিক্যাল টিম। সঙ্গে আনছে বিশ্ব ফুটবলের বিখ্যাত নীল-সাদা জার্সি এবং মেসিদের অনুশীলনের যাবতীয় সরঞ্জাম। এজন্য একটি বড় ভ্যান কলকাতা বিমানবন্দরে রাখতে উদ্যোক্তাদের অনুরোধ করেছে আর্জেন্টিনার টিম ম্যানেজমেন্ট।
ম্যাচের পাঁচ দিন আগে পৌঁছে টেকনিক্যাল দলটি হোটেলের ঘর থেকে রান্নাঘর, ম্যাসাজ রুম থেকে অনুশীলনের মাঠ ঘুরে দেখবেন।
মেসি এবং মাসচেরানো একসঙ্গে শহরে আসবেন সোমবার লা লিগায় বার্সেলোনা-ভিয়া রিয়াল ম্যাচ খেলে। কারণ হরতাল মিটে যাওয়ায় স্প্যানিশ লিগ ফের শুরু হয়েছে।
ম্যাচের উদ্যোক্তা সূত্রে জানা গেছে, ফ্রাঙ্কফুর্ট থেকে মঙ্গলবার রাত সাড়ে ১১টা নেতাজী সুভাষ আন্তর্জাতিক বিমানবন্দরে আসবেন বিশ্ব ফুটবলের সব থেকে হাই প্রোফাইল ফুটবলারের। তার আগেই অবশ্য আর্জেন্টিনা কোচ সাবেলা-সহ বাকি ২০ জন ফুটবলারের সবাই এসে পৌঁছবেন কলকাতায়। এসে যাবে ভেনিজুয়েলা দলও। া
তার আগেই অবশ্য মহানগরীর চেনা ছবিটা বদলে যাচ্ছে দ্রুত। আর্জেন্টিনা দল বিমানবন্দরে এলেই নামবে জনতার ঢল। এই মুহূর্তে টিকিটের চাহিদা তুঙ্গে। দ্রুত শেষ হয়ে যাচ্ছে ওই ম্যাচের টিকিট।
দ্রুততার সঙ্গে সেজে উঠছে যুবভারতী। ভারতীয় ফুটবল ইতিহাসে প্রথম বার চলন্ত ইলেকট্রনিক বিজ্ঞাপন অর্থাৎ এলইডি দেখা যাবে যুব ভারতীর মাঠের ভেতর সাইডলাইনে।
বিশ্বকাপ থেকে অলিম্পিক, ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে লা লিগা বিশ্বের যে কোনও বড় মাপের টুর্নামেন্টে, যা দেখতে দর্শকরা অভ্যস্ত।
শুধু তা-ই নয়, ২ সেপ্টেম্বর আর্জেন্টিনা-ভেনিজুয়েলা ম্যাচে দু’টি বিশাল এলইডি স্ক্রিনও লাগানো হচ্ছে পুরনো ইলেকট্রনিক স্কোর বোর্ডের স্থানে।
জায়ান্ট স্ক্রিনে মেসিদের খেলার প্রায় সব মুহূর্তই দেখা যাবে। টিভিতে যেমন ম্যাচের বিশেষ মুহূর্তগুলোর রিপ্লে দেখানো হয়, তা-ও যুব ভারতীর বিশাল স্ক্রিনে দেখতে পাবেন দর্শকরা।
এখন পর্যন্ত কলকাতার মাদার তেরেসার নির্মল হৃদয়ে ঘুরে আসা ছাড়া অন্য কোনও কর্মসূচি নেই আর্জেন্টিনা দলের।
শুক্রবার ম্যাচের আগে দু’দিন যুব ভারতীতে মেসিদের পুরো টিম অনুশীলন করবে বলে আপাতত ঠিক আছে।
আর্জেন্টিনার নতুন কোচ সাবেলার এটাই প্রথম আন্তর্জাতিক ম্যাচ। কোপার পর মেসি-সহ পুরো আর্জেন্টিনা দলও বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এসে প্রথম বার মিলিত হচ্ছে কলকাতায়। তাই পুরো টিম খুব সিরিয়াস।
কলকাতা পুলিশ সূত্রের খবর, লাতিন আমেরিকার দু’টি দলের জন্য সর্বোচ্চ জেড ক্যাটাগরির নিরাপত্তা ব্যবস্থা রাখা হচ্ছে।
তবে মেসির জন্য আলাদা কোনও নিরাপত্তা ব্যবস্থা রাখা হচ্ছে না। কারণ সদ্য কলকাতা ঘুরে যাওয়া দলের সহকারী কোচ কামিনো জানিয়ে গেছেন, আর্জেন্টিনা যেখানে যাবে একসঙ্গে যাবে। একসঙ্গে থাকবে।
কলকাতার এ মেগা ফুটবল ম্যাচ সরাসরি দেখানো হবে বিশ্বের ১৫২টি দেশে।
স্টেডিয়ামের স্পেশ্যালিটি বক্সে বলিউড, টলিউড, সঙ্গীতজগত, কর্পোরেট দুনিয়ার বহু নামি কর্তা উপস্থিত থাকবেন।
বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১১