কলকাতা: বাংলাদেশ বিমানের এক কর্মকর্তাকে কোলকাতায় গ্রেপ্তার করা হয়েছে। রোববার রাতে তাকে কলকাতার নেতাজী সুভাষ আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেপ্তার করা হয়।
বিমান বন্দর সূত্রে জানা গেছে, বাংলাদেশ বিমানের এই ম্যানেজারের নাম মুহম্মদ আরিফুল রহমান। পরিচিত যাত্রী বেআইনি ভাবে বিদেশ থেকে জিনিসপত্র আনলে তিনি তাকে সাহায্য করতেন।
তার কাছ থেকে পাওয়া গেছে মোবাইল ফোনের ‘মাইক্রোচিপ’। যার বাজারদর ৪৬ লাখ রুপিরও বেশি।
রোববার রাতে বাংলাদেশ থেকে বিমান আসার পরে আরিফুল তাতে উঠে পড়েন। এক যাত্রীর কাছ থেকে মাইক্রোচিপ ভরা প্যাকেট নিয়ে বিমান থেকে নেমে আসেন। সেই প্যাকেটে নিজের বিমান সংস্থার মোড়কে লাগিয়ে নেন।
বিমান থেকে যাত্রীরা যে-পথ দিয়ে বেরিয়ে আসেন, আরিফুল সেই পথ এড়িয়ে অন্য দিক দিয়ে বিমানবন্দরে বাইরে যাওয়ার চেষ্টা করেন। আগে থেকেই খবর পেয়ে তাকে ধরার জন্য প্রস্তুত ছিলেন শুল্ক অফিসারেরা। তাদের হাতেই ধরা পড়ে যান আরিফুল।
ঢাকার বাসিন্দা আরিফুল এক বছর দু’মাস আগে চাকরি সূত্রে কলকাতায় আসেন
বাংলাদেশ সময়: ১০৩৫ঘন্টা, আগস্ট ৩০, ২০১১