কলকাতা: আর্জেন্টিনার বাইরে আরও একটা আর্জেন্টিনা। সেখানেই খেলা ভেনিজুয়েলার বিরুদ্ধে।
সুদূর আর্জেন্টিনা থেকে বৃহস্পতিবার রাতে কলকাতায় এসেছেন ৩০ সাংবাদিকের একটি দল। মেসিদের সঙ্গেই তারা রয়েছেন যুবভারতী স্টেডিয়ামের ভেতর পাঁচতারা হায়াৎ ইন্টারন্যাশাল হোটেলে।
ইতিমধ্যেই মহানগরীর বেশকিছু জায়গা ঘুরে তারা বুঝেছেন ফিফার র্যাঙ্কিং-এ ১৫৮ হলেও ফুটবলপ্রেমে কোনো অংশে পিছিয়ে নেই ভারত। এটাই ভারতের মাটিতে প্রথম ফিফা আন্তর্জাতিক ম্যাচ শুনে তারা বিস্মিত।
দলটির সঙ্গে আসা একমাত্র ভাঙা ভাঙা ইংরেজিতে কথা বলতে পারা আর্জেন্টিনার ‘ফুতবল আর্হেন্তিনো’ সংবাদপত্রের সাংবাদিক রর্বাতো হিউগেনো বাংলানিউজকে বললেন, ‘কেন এতদিন এখানে আর্ন্তজাতিক ম্যাচ হয়নি?’
১৯৮৬ তে ম্যারাডোনা বিশ্বকাপ জেতার পর থেকে কলকাতা আর্জেন্টিনা ভক্ত হয়েছে। শুনে খুব খুশি তারা।
কলকাতার ময়দান মার্কেট ঘুরে আরও খুশি তারা। নিজেদের চোখে দেখলেন হু হু করে বিকোচ্ছে আর্জেন্টিনার সাদা-আকাশি জার্সি। জার্সি কিনতে আসা কয়েক হাজার কিলোমিটার দূরে আর্জেন্টিনার বাঙালি সমর্থকদের ইন্টারভিউ নেওয়া শুরু করলেন কেউ কেউ।
বাংলাদেশ সময়: ০৯৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১১