ঢাকা, বুধবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মেসি ভাগ্যে লক্ষ্মী লাভ

রক্তিম দাশ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩৬, সেপ্টেম্বর ২, ২০১১

যুবভারতী স্টেডিয়াম (কলকাতা): একেই বলে, ‘রাখে আল্লা, মারে কে’? এই প্রবাদটাই যেন সত্যি হল মেসির কলকাতা আগমনে। শুক্রবার কলকাতার ম্যাচ ঘিরে যখন উন্মাদনা তুঙ্গে, তখন এই ম্যাচ নিয়ে দারুণ ব্যবসা করে আন্তর্জাতিক স্বীকৃতি পেল দু’টি ব্যবসায়ী সংস্থা।



এই সংস্থা দু’টি হল- নিভিয়া সিন্তোলো ও হায়াৎ রিজেন্সি।

ভারতের পাঞ্জাবের জলন্ধর শহরের ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারক সংস্থা ফ্রিওয়েল স্পোর্টসের অধীনস্থ নিভিয়ার বল কলকাতা আর ঢাকার ম্যাচে ব্যবহার করা হবে।

ফিফার আন্তর্জাতিক ম্যাচে এই প্রথম ভারতীয় কোন সংস্থার তৈরি বল ব্যবহার করা হচ্ছে। এর মানেই হচ্ছে ক্রীড়া প্রস্তুতকারক সংস্থা আডিডাস, রিবকের সাথে এখন নিভিয়ার নাম স্বীকৃতি পেতে চলছে।

যুবভারতীতে স্টেডিয়ামে উপস্থিত সংস্থার ডিজিএম সমীর মেহেতা বাংলানিউজকে বললেন, ‘আমরা খুব খুশি। ফুটবলের আন্তর্জাতিক ম্যাপে এবার আমাদের স্থান হবে। এই ম্যাচটি ও অনুশীলনের জন্য কোরিয়ান পলিউথেন দ্রব্য দিয়ে মোট ১০ টি বল আমরা বানিয়েছিলাম। ’

এর পাশাপাশি যুবভারতীর ভেতরে অবস্থিত হায়াৎ রিজেন্সি পাঁচতারা হোটেলেই দু’টি দল অবস্থান করছে। এই ম্যাচের কারণে এক মাস আগেই সব রুম বুক হয়ে গেছে। দেশি-বিদেশি মিডিয়ার সব ক্যামেরা এখন হোটেলটির দিকে মুখ করে। ফলে বাড়তি মাইলেজ পেল তারা। একেই বলে মেসি ভাগ্যে লক্ষ্মী লাভ।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।