ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ঝাড়খণ্ডে বাংলাকে দ্বিতীয় ভাষার স্বীকৃতি

ডেস্ক রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১১

ঢাকা: ভারতের নতুন রাজ্য ঝাড়খণ্ডে বাংলা ভাষাকে দ্বিতীয় ভাষার স্বীকৃতি দেওয়া হয়েছে। তবে বাংলার আরও ১১টি স্থানীয় ভাষাকেও সঙ্গে দ্বিতীয় ভাষার তালিকায় রাখা হয়েছে।



গত মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে বাংলা, সাঁওতালি, ওড়িয়ার সঙ্গে আঞ্চলিক ও স্থানীয় জনজাতির ভাষা কুর্মালি, পাঁচপরগনি, খোরঠা, হো, মুণ্ডারি, কুড়ণ্ডুক, খাড়িয়া ও নাগপুরীকেও দ্বিতীয় ভাষা করার পক্ষে সায় দেওয়া হয়। সেইসঙ্গে সাবেক বিহারের দ্বিতীয় ভাষা উর্দুও বঞ্চিত হয়নি।

শনিবার বিধানসভার বাদল অধিবেশনের শেষ দিনে নতুন রাজভাষা বিল পাশ করার মাধ্যমে একযোগে ওই এক ডজন ভাষার অধিকারেই সিলমোহর পড়ে।

তবে এত করেও সবার মন ওঠেনি। সাবেক বিহার থেকে ঝাড়খণ্ডে আসা কয়েকটি গোষ্ঠীও সরব রয়েছেন নিজেদের ভাষা নিয়ে। ভোজপুরি, মৈথিলি, মাগধী এবং অঙ্গিকা ভাষাভাষীদের অভিমান, ‘আমরা কী দোষে বাদ পড়লাম?’

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।