ঢাকা, বৃহস্পতিবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ মে ২০২৫, ২৪ জিলকদ ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

চিকিৎসা শেষে ভারতে ফিরছেন সোনিয়া গান্ধী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২১, সেপ্টেম্বর ৬, ২০১১
চিকিৎসা শেষে ভারতে ফিরছেন সোনিয়া গান্ধী

কলকাতা: চিকিৎসার জন্য দীর্ঘদিন দেশের বাইরে কাটিয়ে মঙ্গলবার দিল্লিতে ফিরতে পারেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। কংগ্রেসের একটি সূত্র থেকে এ খবর জানা গেছে।



তবে কবে থেকে সোনিয়া গান্ধীকে আবার লোকসভায় দেখা যাবে সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

এদিকে, লোকসভার বাদল অধিবেশন শেষ হচ্ছে ৮ সেপ্টেম্বর। এ অধিবেশনে তিনি উপস্থিত থাকবেন কি-না তা নিশ্চিত করা বলা যাচ্ছে না।

উল্লেখ্য, এর আগেও চিকিৎসার জন্য বেশ কয়েক সপ্তাহ দেশের বাইরে ছিলেন কংগ্রেস সভানেত্রী।

জানা গিয়েছে, তিনি আমেরিকায় জটিল অস্ত্রোপাচারে গিয়েছিলেন। যদিও কী বিষয়ে তা নিয়ে কংগ্রেসের তরফে কিছুই জানানো হয়নি।

তবে অন্য একটি সংবাদ সূত্রের খবর, সোনিয়া গান্ধী যুক্তরাষ্ট্রের নিউইর্য়কের স্লোনে-কেটেরিং ক্যানসার সেন্টারে ভর্তি ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।