কলকাতা: মনমোহন-হাসিনার করা ছিটমহল বিনিময় চুক্তি নিয়ে ছিটমহলবাসী হতাশ বলে জানিয়েছেন ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় বাস্তবায়ন সমন্বয় কমিটি।
তারা চুক্তির প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার আমরণ অনশনে যাওয়ার ঘোষণা দিয়েছে।
বুধবার সকালে বাংলানিউজকে কোচবিহার থেকে টেলিফোনে কমিটির সহ-সম্পাদক দীপ্তিমান সেনগুপ্ত বলেন, ‘আবার একটা নাটক হল! বার বার শুধু চুক্তি হচ্ছে, কবে ছিটমহল বিনিময় বাস্তবায়ন হবে তা বলা হল না। এটা ইন্দিরা-মুজিব চুক্তির পুনঃনবীকরণ হল। ’
তিনি বলেন,‘ আগের চুক্তিতেও একই কথা বলা ছিল, কবে ছিটমহল বিনিময় হবে তার কোনও ডেটলাইন ছিল না। এবারও তাই হলো। এটা হচ্ছে এক ধরনের আইওয়াশ। যা হচ্ছে তাই থাকবে। আগামী বিশ বছরেও এই চুক্তি বাস্তবায়ন হবে না। ’
তিনবিঘা করিডোর ২৪ ঘণ্টা খোলার বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বলেন,‘এই একটা মাত্র বিষয় এই সফরে পজেটিভ। তবে দুই রাষ্ট্রকেই মনে রাখতে হবে শুধু দহগ্রাম-আঙ্গারপোঁতায় মানুষ থাকে না। বাকি ছিটমহলবাসীরা কী পেলেন?’
এ ঘটনায় ছিটমহলবাসীদের প্রতিক্রিয়ার কথা জানাতে গিয়ে দীপ্তিমান বলেন,‘ভারতে অবস্থিত বাংলাদেশের ছিটমহলবাসীরা কার্যত হতাশ। একই অবস্থা বাংলাদেশের ছিটমহলগুলোতেও। ’
চুক্তির প্রতিবাদে বৃহস্পতিবার থেকে আমরণ অনশন শুরু করা হবে বলেও জানালেন দীপ্তিমান।
তিনি বলেন, ‘আমাদেরকে স্পষ্ট করে বলতে হবে কবে এই চুক্তির বাস্তবায়ন হবে?’
বাংলাদেশ সময়: ১০২০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১১