কলকাতা: উত্তরবঙ্গের উন্নয়নের জন্য ৫০০ কোটি রুপির প্রকল্প ঘোষণা করেছে রাজ্য সরকার। সোমবার উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদ নিয়ে প্রথম বৈঠক হয় মহাকরণে ।
উত্তরবঙ্গে সচিবালয় গঠনের নকশা দিল্লি থেকে আনা হয় মহাকরণে। এই দিন বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উপস্থিতিতে আলোচনা করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব, শিল্পমন্ত্রী পার্থ চ্যাটার্জি, অর্থমন্ত্রী অমিত মিত্র।
এদিন বৈঠক শেষে ৫০০ কোটি রুপির প্রকল্পের কথা ঘোষণা করেন গৌতম দেব। তিনি বলেন,‘ স্বাস্থ্য, যোগাযোগ, শিক্ষা, পরিকাঠামো, বন্যা নিয়ন্ত্রণ, পর্যটন শিল্প ও স্বনিযুক্তি প্রকল্পের জন্য তৈরি করা হয়েছে। তা কেন্দ্রের অনুমোদনের অপেক্ষায় আছে। ’
এক মাসের মধ্যে সেই অনুমোদন পাওয়া গেলে কাজ শুরু হয়ে যাবে বলে এদিন আশ্বাস দেন তিনি।
এদিন তিনি জানান, স্বাস্থ্যের জন্য ৫০ কোটি রুপি ব্যয় করা হবে। ৬টি হাসপাতালের আধুনিককরণের জন্য এ টাকা ব্যয় করা হবে।
তিনি সাবেক বাম সরকারেরন প্রতি অভিযোগ করে বলেন,‘ উত্তরবঙ্গের জন্য কেন্দ্র ৩৮০ রুপি বরাদ্দ করেছিল। মাত্র ১০ কোটি রুপি ব্যয় করা হয়েছে। ৪৮ কোটি রুপির ইউটাইলেজশন সার্টিফিকেট নেই। এগার বছরের কাজের অডিট করা হবে। এর পূর্নাঙ্গ তদন্ত হবে। ’
উল্লেখ্য, আগেই মুখ্যমন্ত্রী শিলিগুড়িতে উত্তরবঙ্গের নতুন সচিবালয় গড়ার কথা ঘোষণা করেছিলেন। তিন মাস অন্তর সচিবালয়ে গিয়ে তিনি নিজেই কাজের তদারকি করবেন এও জানিয়েছিলেন।
এদিকে, এদিন উত্তরবঙ্গ নিয়ে আরেকটি গুরুত্বপূর্ণ বৈঠক হয় মহাকরণে। এতে উপস্থিত ছিলেন রাজ্যের স্বরাষ্ট্রসচিব জি ডি গৌতম, কেন্দ্রীয় বিশেষ স্বরাষ্ট্র সচিব বি হামাদি ও মোর্চার নেতা রোশান গিরি।
গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে মোর্চার দাবিগুলি এদিন শোনেন কেন্দ্রীয় বিশেষ স্বরাষ্ট্র সচিব। কেন্দ্র এ ব্যাপারে গোর্খাদের দাবিগুলির সঙ্গে ঐক্যমত হবার চেষ্টা করছে বলে এদিন জানিয়েছেন বি হামাদি।
ভারতীয় সময়: ১৯০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১১