কলকাতা: প্যারিসে ইউনেসকোর সদর দপ্তরে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে বিশেষ অনুষ্ঠান ‘রবীন্দ্রনাথকে স্মরণ’ পালিত হবে।
সোমবার ভারতের সাংস্কৃতিক মন্ত্রকের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশতবর্ষে কেন্দ্রীয় সরকার সারা বছর যে অনুষ্ঠানের আয়োজন করেছে, এই অনুষ্ঠানটি তারই অংশ।
অনুষ্ঠানে সত্যজিৎ রায়ের তৈরি ‘রবীন্দ্রনাথ’ তথ্যচিত্রটি দেখানো হবে।
এছাড়াও কবিগুরুর কবিতা অনুষ্ঠানে পাঠ করে শোনাবেন বিশিষ্ট চিত্রপরিচালক অপর্ণা সেন। রবীন্দ্র সঙ্গীত গাইবেন বলিউডের কবিতা কৃষ্ণমূর্তি।
এছাড়াও সঙ্গীত পরিবেশন করবেন বাংলাদেশের শিল্পী শ্যামা রহমান ও শান্তনু রায়চৌধুরী। অনুষ্ঠানে থাকছেন বিশিষ্ট তবলা বাদক বিক্রম ঘোষ।
বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১১