কলকাতা: নেপাল, বাংলাদেশ ও শ্রীলঙ্কা দিয়ে জঙ্গিরা ভারতে অনুপ্রবেশ করছে বলে মন্তব্য করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম।
তিনি বলেন, ‘দেশে ২ মাসে ২ টি হামলা হয়েছে।
বৃহস্পতিবার সকালে নয়াদিল্লিতে বিভিন্ন রাজ্যের পুলিশে কর্মরত আইজি ও ডিজিপিদের সম্মেলন একথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সম্মেলনে তিনি আরও দাবি করেন, বর্তমান রাজ্য সরকারের আমলে পরিবর্তিত পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে মাওবাদী সমস্যা কমেছে।
‘তবে পশ্চিমবঙ্গে এ সমস্যা কমলেও পাশ্ববর্তী রাজ্য বিহার, ঝাড়খ-, ছত্রিশগড় ও মহারাষ্ট্রে মাওবাদী সমাস্যা কমেনি। ’ বলেন চিদাম্বরম।
তিনি বলেন ‘মাওবাদীরা একটি নৃশংস সংগঠন। এই সমস্যা সমাধানের জন্য রাজ্য ও কেন্দ্রের যৌথ দায়িত্ব রয়েছে। মাওবাদী সমস্যা সমাধানে উন্নয়নই প্রধান অস্ত্র হওয়া উচিত। ’
উল্লেখ্য, সম্প্রতি জাতীয় নিরাপত্তা নিয়ে এক বৈঠকে চিদাম্বরম বলেছিলেন, মাওবাদী দমনে রাজ্য সরকারকে সব দায়িত্ব নিতে হবে। কেন্দ্রের ওপর দায় চাপালে চলবে না।
তবে এদিন কিছুটা নরম সুরে তিনি বলেন, ‘এটি উভয়ের দায়িত্ব। ’
বাংলাদেশ সময়:১৪১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১১