ঢাকা, শুক্রবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

বিহারে অচেতন বাংলাদেশি উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৩৭, সেপ্টেম্বর ১৫, ২০১১

কলকাতা: ভারতের বিহার রাজ্যের আরারিয়া জেলার রেললাইনের পাশ থেকে অচেতন অবস্থায় সাদ্দাম নামের একজন বাংলাদেশিকে উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।

বিহারের আরারিয়া জেলার সাহারসা-ফরবেশগঞ্জ রেললাইনের ভজনপুর গ্রামের রেললাইনের পাশ থেকে বৃহস্পতিবার তাকে উদ্ধার করা হয়।



রেলওয়ে পুলিশের ওই এলাকার এসপি গরিমা মালিক সাংবাদিকদের জানান, খুব সম্ভবত চেতনানাশক কিছু খাওয়ানোর পর অজ্ঞান করে সাদ্দামের সঙ্গে থাকা ব্যাগ কেড়ে নিয়ে তাকে ট্রেন থেকে ফেলে দেওয়া হয়।

তিনি বলেন, ‘হাসপাতালে নিয়ে তাকে চিকিৎসা দেওয়া শেষে রেলওয়ে পুলিশের কাছে আবারও হস্তান্তর করা হয়েছে। ’

এসপি মালিক জানান, ‘কি কারণে বা কোথায় যাচ্ছিলেন তা সাদ্দামকে জিজ্ঞাসাবাদ করা হবে। ’  

সাদ্দামের পূর্ণ ঠিকানা এখনও জানা যায়নি।

বাংলাদেশ সময়: ২২৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।