ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ছিটমহল বিনিময় কমিটির কর্মসূচি ঘোষণা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১১

কলকাতা: ভারত-বাংলাদেশ ছিটমহল সমস্যা সমাধানে সমন্বয় কমিটি নতুন করে দশ দফা কর্মসূচি  ঘোষণা করেছে।

বৃহস্পতিবার বিকালে কুচবিহার জেলা প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনে এ কর্মসূচি ষোষণা করে কমিটির নেতৃবৃন্দ।



কমিটির সহ-সম্পাদক দীপ্তিমান সেনগুপ্ত এদিন এই কর্মসূচি ঘোষণা করে বলেন, ‘মনমোহন-হাসিনার ছিটমহল বিনিময় চুক্তি ১৯৭৪ সালের ইন্দিরা-মুজিব চুক্তির পুনরুজ্জীবন ঘটালো। সেই সাথে পূর্বেকার ৩টি চুক্তির মধ্যে যে ত্রুটি ছিল তারও পুনরাবৃত্তি ঘটল। ’

তিন আরও বলেন, ‘এই পরিস্থিতিতে আমরা মনে করি অতীতের মতো এবারও চুক্তিটি শুধুমাত্র কাগজে-কলমে সীমাবদ্ধ থাকবে। এর মধ্য দিয়ে ছিমহলের বিদ্যমান সমস্যা বা বিনিময় কোনটাই হবে না। ’

দীপ্তিমান বলেন,‘ তাই আবারও আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনের ডাক দিচ্ছি। আগামী ২৩ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত ১০ দিন ব্যাপী দশদফা কর্মসূচি পালন করা হবে দুই দেশের মধ্যেকার ছিটমহলগুলিতে। ’

ছিটমহল বিনিময় কমিটির এদিন প্রচারিত প্রচারপত্র থেকে জানা গেছে, জনমত সংগ্রহ অভিযান থেকে শুরু হয়ে, ৩ ঘণ্টার জন্য রাতে নিষ্প্রদীপ, অরন্ধন, মৌন মিছিল, সাইকেল মিছিল, মশাল মিছিল করে বিক্ষোভ সমাবেশের মধ্য দিয়ে শেষ হবে।

বাংলাদেশ সময়: ০৬১২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।