ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

সিঙ্গুর আন্দোলনের জন্য মমতাকে গুজরাট কংগ্রেসের সাধুবাদ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১১
সিঙ্গুর আন্দোলনের জন্য মমতাকে গুজরাট কংগ্রেসের সাধুবাদ

কলকাতা: পশ্চিমবঙ্গে টাটাদের মোটরগাড়ির কারখানা গড়তে না দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে সাধুবাদ জানালেন গুজরাটের রাজ্য কংগ্রেস সভাপতি শংকর সিং বাঘেলা।

শনিবার আমেদাবাদে বাঘেলা সিঙ্গুর আন্দোলনে মমতার প্রশংসা করে বলেন,‘ তিনি টাটাদের ন্যানো গাড়ির কারখানা করতে না দিয়ে কোনো ভুল করেননি।



তিনি বলেন,‘ ২০০৯ সাল থেকে শুরু হওয়া টাটার ন্যানো গাড়ির কারখানা প্রকৃতপক্ষে গুজরাটবাসীর কোনো উপকার হয়নি। এ রাজ্যে কোনো বেকার যুবক সেখানে চাকরি পায়নি। এই ন্যানো গাড়ি আদৌও এখানকার কারখানা তৈরি হয় না। ’

তার অভিমত, ন্যানো কারখানার জন্য ব্যবহৃত উর্বর জমি যদি পশু হাসপাতাল বা বিদ্যালয় নির্মাণে বা অন্য কোনো কাজে ব্যবহৃত হলে গুজরাটবাসী উপকৃত হতো।

বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।