ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ভূমিকম্পে আহতদের দেখতে শিলিগুড়ি হাসপাতালে মমতা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১১
ভূমিকম্পে আহতদের দেখতে শিলিগুড়ি হাসপাতালে মমতা

কলকাতা: ভূমিকম্পে আহতদের দেখতে সোমবার সন্ধ্যায় শিলিগুড়ি হাসপাতালে যান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

রাজ্য প্রশাসন সুত্রে জানা গেছে, এদিন মুখ্যমন্ত্রী কাশিয়াং-এ জরুরী বৈঠক সেরে শিলিগুড়িতে আসেন।

সেখানে তিনি প্রশাসনিক আধিকারিকদের সাথে বৈঠক করেন। ভেঙে পড়া বাড়িঘর দ্রুত মেরামতের ব্যবস্থা করতে নির্দেশ দেন।

এরপর তিনি শিলিগুড়ি হাসপাতালে আহতদের দেখতে যান। তিনি কথা বলেন আহতদের পরিবারের সাথে। চিকিৎসকদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতেও বলেন।

মুখ্যমন্ত্রী মঙ্গলবার সিকিমে যাচ্ছেন, তাই এদিন তিনি ফোনে কথা বলেন রাজ্যটির মুখ্যমন্ত্রী পবন চামলিং’র সাথে।

সিকিমের মুখ্যমন্ত্রীকে মমতা বলেন,‘ এই বিপর্যয়ে পশ্চিমবঙ্গ সিকিমের পাশে আছে। ’

ইতিমধ্যেই রাজ্য সরকারের পক্ষ থেকে সিকিমে শুকনো খাবার, পোষাক ও ওষুধ পাঠানো হয়েছে।

এদিকে, সিকিম সহ সমগ্র উত্তরবঙ্গে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকার্য চলছে। ভারতীয় সেনাবাহিনীর প্রকৌশল শাখার ৯৩টি কলাম, ১২টি চেতক সেনা হেলিকপ্টার, জাতীয় বিপর্যয়ের মোকাবিলার জন্য গঠিত এনডিআরএফের বিশাল বাহিনী উদ্ধারকার্য চালাচ্ছে।
 
এপর্যন্ত দুর্গম এলাকা থেকে ২৫ জন পর্যটককে উদ্ধার করা হয়েছে।

সোমবার পর্যন্ত পূর্ব ও উত্তরপূর্ব ভারতে ভূমিকম্পে ৪৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে পশ্চিমবঙ্গে দার্জিলিং-এ ৪, উত্তর দিনাজপুরে ২, জলপাইগুড়িতে ১ ও অনান্য অঞ্চলে ৫ জন মারা গেছে। রাজ্যে আহতর সংখ্যা ১শো ৫০ জনেরও বেশী।

অন্য দিকে বিহারে ২ জন ও সিকিমে ৪১ জন নিহত হয়েছেন। সিকিমে ৩৭২ জনকে উদ্ধার করা হয়েছে। ট্রমা সেন্টারে ৩৩ জন ভর্তি রয়েছেন।

পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে ২ লাখ রুপির পাশাপাশি ভারত সরকার নিহতদের ২ লাখ রুপি ও আহতদের জন্য ১ লাখ রুপি ও সিকিমের রাজ্য সরকার নিহতদের জন্য ৫ লাখ রুপি দেওয়া হবে বলে ঘোষণা করেছে।

ভারতীয় সময়: ০৪০৯ ঘন্টা,সেপ্টেম্বর ২০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।