কলকাতা: বাংলাদেশের বিতর্কিত লেখক তসলিমা নাসরিন কলকাতায় বসবাসের জন্য ফের মমতা ব্যানার্জির কাছে আবেদন করেছেন।
নয়াদিল্লিতে সাংবদমাধ্যমের কাছে তিনি জানান, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যনার্জির কাছে তিনি কলকাতায় ফিরে আসার অনুমতি চাইছেন।
যদি মমতা তাকে অনুমতি দেন তাহলে তার কাছে এই মুহূর্তে এর থেকে আনন্দের আর কিছুই হতে পারে না এমনটাই তিনি বলছেন।
তসলিমা বলেন,‘ জীবন সহজ নয়, শান্তি তার থেকে বহু দূরে। তবুও সারা বিশ্বে নিজের দেশ ছাড়া শুধু কলকাতার মাটিতেই বোধহয় সেই সন্ধান মেলে। ’
চলতি বছর জুন মাস থেকে নয়াদিল্লিতেই আছেন তসলিমা। তিনি এখন একটি কবিতার বই ও তার আত্মজীবনীর সপ্তম খ- লিখছেন।
আক্ষেপ করে তসলিমা বলেন,‘বির্তক তার পিছু ছাড়বে না। দুর্ভাগ্যবশত স্থায়ী বসবাস তার জন্য নয়। তবুও যদি দিন কাটাতেই হয় তাহলে অন্য কোনও শহরে নয় আজও তিনি কলকাতার মাটিতে শ্বাস নিতে চান। ’
মৌলবাদী হামলার ভয়ে তসলিমা দেশ ছেড়েছেন অনেকদিন। এরপর ইউরোপ এবং ভারতের দিল্লি-কলকাতাসহ বিভিন্ন স্থানে তাকে আশ্রয় নিতে হয়েছে।
বাংলাদেশ সময়: ১১৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১১