কলকাতা: ভূমিকম্প বিধ্বস্ত সিকিম পরিদর্শন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরম। বৃহস্পতিবার সকালে গ্যাংটকে আহত ব্যক্তিদের দেখতে মনিপাল হাসপাতালে যান তিনি।
পরে হাসপাতাল থেকে বেরিয়ে সিকিমের মুখ্যমন্ত্রী পবন চ্যামলিংয়ের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠকে কেন্দ্রের কাছ থেকে সবরকম সাহায্যের আশ্বাস দেন।
ইতিমধ্যেই ভূমিকম্পে বিধ্বস্ত সিকিমের জন্য ৫০ কোটি টাকা মঞ্জুর করেছে কেন্দ্র। এছাড়াও চিদাম্বরম প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বিপর্যয় মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আলোচনা করেন। পরে বিপর্যস্ত এলাকাগুলি তিনি পরিদর্শনে যান।
এদিকে, গত রোববারের ভূমিকম্পে শুধুমাত্র সিকিমেই এখনও পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১। তবে ব্যাপক বৃষ্টিতে উদ্ধারকাজ ব্যহত হচ্ছে। রাস্তায় ধসের ফলে বেশ কিছু গ্রামে এখনও ত্রাণ পাঠানোই সম্ভব হয়নি। আশঙ্কা করা হচ্ছে মৃতের সংখ্যা আরও বাড়বে।
বাংলঅদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১১