ঢাকা, বৃহস্পতিবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ মে ২০২৫, ২৪ জিলকদ ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ভূমিকম্প বিধ্বস্ত সিকিম পরিদর্শন করলেন চিদাম্বরম

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩৮, সেপ্টেম্বর ২২, ২০১১
ভূমিকম্প বিধ্বস্ত সিকিম পরিদর্শন করলেন চিদাম্বরম

কলকাতা: ভূমিকম্প বিধ্বস্ত সিকিম পরিদর্শন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরম। বৃহস্পতিবার সকালে গ্যাংটকে আহত ব্যক্তিদের দেখতে মনিপাল হাসপাতালে যান তিনি।

সেখানে প্রায় আধ ঘণ্টা ছিলেন। আহত ব্যক্তিদের সঙ্গে কথা বলে ক্ষতিপূরণের আশ্বাস দেন।

পরে হাসপাতাল থেকে বেরিয়ে সিকিমের মুখ্যমন্ত্রী পবন চ্যামলিংয়ের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠকে কেন্দ্রের কাছ থেকে সবরকম সাহায্যের আশ্বাস দেন।

ইতিমধ্যেই ভূমিকম্পে বিধ্বস্ত সিকিমের জন্য ৫০ কোটি টাকা মঞ্জুর করেছে কেন্দ্র। এছাড়াও চিদাম্বরম প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বিপর্যয় মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আলোচনা করেন। পরে বিপর্যস্ত এলাকাগুলি তিনি পরিদর্শনে যান।

এদিকে, গত রোববারের ভূমিকম্পে শুধুমাত্র সিকিমেই এখনও পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১। তবে ব্যাপক বৃষ্টিতে উদ্ধারকাজ ব্যহত হচ্ছে। রাস্তায় ধসের ফলে বেশ কিছু গ্রামে এখনও ত্রাণ পাঠানোই সম্ভব হয়নি। আশঙ্কা করা হচ্ছে মৃতের সংখ্যা আরও বাড়বে।

বাংলঅদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।