কলকাতা: ভারতীয় ক্রিকেটের সাবেক অধিনায়ক ও পতৌদির শেষ নবাব মনসুর আলী খান পতৌদির (টাইগার পতৌদি) মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং।
জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে তিনি এখন নিউইয়র্কে আছেন।
সেখান থেকে এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, ‘ভারতের ইতিহাসে প্রথম সাহসী অধিনায়ক হিসেবে চিহ্নিত থাকবেন পতৌদি। ভারতীয় ক্রিকেট দলে তিনি প্রথম আত্মবিশ্বাস এনেছিলেন। তার মৃত্যুতে ভারতীয় ক্রিকেটের অপূরণীয় ক্ষতি হয়ে গেল। ’
শোক বার্তায় পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘অনেকদিন আগে তিনি অবসর নিলেও ক্রীড়াজগতের আইকন হিসেবে রয়ে গেছেন। ’
৭০ বছর বয়স্ক পতৌদি খুব কম বয়সে ক্রিকেট বোদ্ধা হিসেবে ‘টাইগার’ শিরোপা পান। ভারতের সেরা ক্রিকেট অধিনায়কদের মধ্যে তিনি অন্যতম ছিলেন।
তার স্ত্রী বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শর্মিলা ঠাকুর, মেয়ে সোহা আলী খান ও ছেলে সাইফ আলী খানও বলিউডের তারকা। তার আরেক মেয়ের নাম সাবা আলী খান।
বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১১