ঢাকা, বৃহস্পতিবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ মে ২০২৫, ২৪ জিলকদ ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পশ্চিমবঙ্গে সরকারি হাসপাতালে ব্যাপক অর্থসংঙ্কট

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫৮, সেপ্টেম্বর ২৩, ২০১১

কলকাতা: রাজ্যের বিভিন্ন হাসপাতালে প্রতিদিনের ব্যবহার্য যন্ত্রপাতির জন্য ব্যয় বরাদ্দে টান পড়েছে। কোনো কোনো সরকারি হাসপাতালের বাজারে ধার রয়েছে দুই কোটি রুপি করে।

রাজ্যের স্বাস্থ্য মন্ত্রকের সূত্রে এখবর জানা গেছে।

সূত্রটি আরও জানিয়েছে, সরকারি হাসপাতালগুলির বাৎসরিক বাজেট নির্ধারিত না হওয়ায় সমস্যার সৃষ্টি হয়েছে। দুই কিস্তির টাকা দেওয়া হয়েছে। শেষ কিস্তির টাকা না পাওয়ায় এ সমস্যার সৃষ্টি হয়েছে।

এর ফলে, প্রতিদিনের ব্যবহার্য সিরিঞ্জ, তুলা, টিউব, গজ, ক্যাথিডার, দস্তানা কেনার পয়সা নেই হাসপাতালগুলির। রোগী কল্যাণ সমিতির টাকাও ব্যবহার করতে পারছে না হাসপাতালগুলি। ফলে সঙ্কট তীব্রতর হয়ে পড়ছে বলে জানা গেছে। কারণ এই উপকরণগুলি প্রতিদিন লাগে।

পূজার আগে টাকা পাওয়ার কোনো সম্ভবনা নেই বলে সরকারি সূত্রে জানানো হয়েছে। আগে তিন মাসের জিনিস মজুত থাকত এখন ১০-১৫ দিনের জিনিস মজুত থাকছে। ফলে সমস্যা তৈরি হচ্ছে বলে হাসপাতাল কর্তৃপক্ষগুলি জানিয়েছে।

ভারতীয় সময়: ১৭৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।