কলকাতা: রাজ্যের বিভিন্ন হাসপাতালে প্রতিদিনের ব্যবহার্য যন্ত্রপাতির জন্য ব্যয় বরাদ্দে টান পড়েছে। কোনো কোনো সরকারি হাসপাতালের বাজারে ধার রয়েছে দুই কোটি রুপি করে।
সূত্রটি আরও জানিয়েছে, সরকারি হাসপাতালগুলির বাৎসরিক বাজেট নির্ধারিত না হওয়ায় সমস্যার সৃষ্টি হয়েছে। দুই কিস্তির টাকা দেওয়া হয়েছে। শেষ কিস্তির টাকা না পাওয়ায় এ সমস্যার সৃষ্টি হয়েছে।
এর ফলে, প্রতিদিনের ব্যবহার্য সিরিঞ্জ, তুলা, টিউব, গজ, ক্যাথিডার, দস্তানা কেনার পয়সা নেই হাসপাতালগুলির। রোগী কল্যাণ সমিতির টাকাও ব্যবহার করতে পারছে না হাসপাতালগুলি। ফলে সঙ্কট তীব্রতর হয়ে পড়ছে বলে জানা গেছে। কারণ এই উপকরণগুলি প্রতিদিন লাগে।
পূজার আগে টাকা পাওয়ার কোনো সম্ভবনা নেই বলে সরকারি সূত্রে জানানো হয়েছে। আগে তিন মাসের জিনিস মজুত থাকত এখন ১০-১৫ দিনের জিনিস মজুত থাকছে। ফলে সমস্যা তৈরি হচ্ছে বলে হাসপাতাল কর্তৃপক্ষগুলি জানিয়েছে।
ভারতীয় সময়: ১৭৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১১