ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

পশ্চিমবঙ্গে আবারও বন্যা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১১

কলকাতা: পূজোর আগে পশ্চিমবঙ্গের দক্ষিণাঞ্চলে ফের বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। চান্ডিল-কংসাবতী-দুর্গাপুরের ছাড়া পানিতে প্লাবিত হলো পশ্চিম মেদিনীপুর ও পূর্ব মেদিনীপুরের অনেকগুলো গ্রাম।



রাজ্য প্রশাসন সূত্রে জানা হেছে, কেশিয়ারি, নয়াগ্রাম, গোপিবল্লভপুর এখন পানির তলায়। ঘাটালের ১২টি ব্লক, পটাশপুর, এগরার নিচু এলাকাগুলি জলমগ্ন হয়ে আছে।

ডিভিসি থেকে গতকাল এক লাখ ২৯ হাজার কিউসেক, দুর্গাপুর থেকে ৬২ হাজার কিউসেক ও কংসাবতী  থেকে ২০ হাজার কিউসেক পানির ছাড়া হয়েছে।

মহাকরণ থেকে জানানো হয়েছে, আগেই দুই জেলাকে সতর্ক করা হয়েছে।

স্থানীয় সরকারি সূত্রে জানা গেছে, এলাকায় ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। নিচু এলাকাগুলো খালি করে দেওয়ার কথা বলা হয়েছে। কিন্তু এলাকার মানুষ পূজোর সময় ঘর ছাড়তে নারাজ।

বাংলাদেম সময়: ১৭২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।