কলকাতা: পূজোর আগে পশ্চিমবঙ্গের দক্ষিণাঞ্চলে ফের বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। চান্ডিল-কংসাবতী-দুর্গাপুরের ছাড়া পানিতে প্লাবিত হলো পশ্চিম মেদিনীপুর ও পূর্ব মেদিনীপুরের অনেকগুলো গ্রাম।
রাজ্য প্রশাসন সূত্রে জানা হেছে, কেশিয়ারি, নয়াগ্রাম, গোপিবল্লভপুর এখন পানির তলায়। ঘাটালের ১২টি ব্লক, পটাশপুর, এগরার নিচু এলাকাগুলি জলমগ্ন হয়ে আছে।
ডিভিসি থেকে গতকাল এক লাখ ২৯ হাজার কিউসেক, দুর্গাপুর থেকে ৬২ হাজার কিউসেক ও কংসাবতী থেকে ২০ হাজার কিউসেক পানির ছাড়া হয়েছে।
মহাকরণ থেকে জানানো হয়েছে, আগেই দুই জেলাকে সতর্ক করা হয়েছে।
স্থানীয় সরকারি সূত্রে জানা গেছে, এলাকায় ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। নিচু এলাকাগুলো খালি করে দেওয়ার কথা বলা হয়েছে। কিন্তু এলাকার মানুষ পূজোর সময় ঘর ছাড়তে নারাজ।
বাংলাদেম সময়: ১৭২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১১