কলকাতা: জঙ্গলমহলে মাওবাদী সন্ত্রাসের বিরুদ্ধে মিছিল করেছেন তৃণমূল পরিচালিত বুদ্ধিজীবীরা।
শুক্রবার ঝাড়গ্রামে তারা এ মিছিল করেন।
এদিন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী মুকুল রায়ের নেতৃত্বে এই মিছিল শুরু হয়। মিছিলে আরও উপস্থিত ছিলেন, সুনন্দ সান্যাল, কল্যাণ সেনগুপ্ত, দেবজিত দত্ত, মলয় বসু, দেবব্রত ব্যানাজির্, পূর্ব মেদিনীপুরের সাংসদ সুভেন্দু অধিকারি প্রমুখ।
এদিন ঝাড়গ্রাম শহরে নিকটবর্তী বিভিন্ন গ্রামপঞ্চায়েত পরিক্রমা করে এই বিশাল মিছিলটি।
কয়েকদিন আগে মাওবাদীদের হাতে তৃণমূলের কর্মী লালমোহন মাহাতোর মৃত্যু হয়। এরই প্রতিবাদে এদিন বুদ্ধিজীবীসহ তৃণমূলের নেতানেত্রীরা মিছিলের আয়োজন করেন। এলাকায় শান্তি ফিরিয়ে আনতে এই মিছিল করা হয়।
এদিকে, ভোটের আগে মাওবাদীদের বিভিন্ন রকম প্রতিশ্রুতি দিলেও তা চারমাস হয়ে গেলেও তা পূরণ হয় নি। যৌথবাহিনী এলাকায় রয়েছে এবং মাওবাদী বন্দিদের মুক্তি দেওয়া হয় নি। মাওবাদীদের সাথে সরকারের আলোচনার কথা হলেও বাস্তবে তা কার্যকর হয় নি বলে অভিযোগ করেছে জনসাধারণের কমিটি।
বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১১