ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

আবার মাওবাদীদের কড়া বার্তা মমতার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১১

কলকাতা: মাওবাদী সমস্যায় আলোচনার দরজা খোলা রাখলেও হিংসাত্বক কার্যকলাপ বন্ধ না করলে রাজ্যসরকার যে কড়া পদক্ষেপ নেবে, তা ফের একবার হুঁশিয়ারি দিয়ে বললেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

এদিন সিঙ্গুর দিবস উপলক্ষে আয়োজিত এক জনসভায় তিনি পরিস্কার জানিয়ে দিলেন, ‘মাওবাদী সমস্যা মোকাবিলায় আমি আলোচনার পক্ষে।

তবে তার আগে হিংসাত্বক কার্যকলাপ বন্ধ করতে হবে। খুন এবং আলোচনা দুটো একসঙ্গে চলতে পারে না। ’

এদিনও তিনি জঙ্গলমহলের উন্নতির কথা বলেন।

মমতা বলেন, ‘জঙ্গলমহলের উন্নতি আমরা করবই। তৃণমূলকর্মীদের খুন করে ভয় দেখিয়ে আন্দোলনকে স্তব্ধ করে দেওয়া যাবে না। প্রয়োজনে জঙ্গলমহলের সাধারণ মানুষ রুখে দাঁড়াবে। মাওবাদীরা যে জঙ্গলমহলের উন্নতি চায় না তা এখন দিনের আলোর মত পরিস্কার। তবুও জঙ্গলমহলের স্বার্থে মাওবাদী সমস্যায় রাজ্যসরকার আন্তরিক। ’

সিঙ্গুর নিয়ে তিনি বলেন, ‘আমরা চাই সিঙ্গুরে শিল্প ও কৃষি পাশাপাশি হাত ধরাধরি করে থাকুক। এখানে একদিকে যেমন শিল্প হবে, তেমনি কৃষির ব্যপকতা আসবে। দেশের কাছে সিঙ্গুর কে দৃষ্টান্ত করে রাখতে রাজ্যসরকার উদ্যোগী হবে। ’

তিনি বলেন, সিঙ্গুরের জমি বর্তমানে রাজ্য সরকারের হাতে। কোর্টের রায় এলেই পরবর্তী পদক্ষেপ নেবে রাজ্যসরকার।

তিনি আশা প্রকাশ করে বলেন, ‘আদালতের রায় সরকারের পক্ষেই যাবে। ’

বাংলাদেশ  সময়: ০০২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।