কলকাতা: ভূমিকম্প বিধ্বস্ত সিকিমের জন্য ১০০০ কোটি টাকা মঞ্জুর করল কেন্দ্রীয় ভারত সরকার। এদিন সিকিম পরিদর্শনে গিয়ে একথা জানালেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং।
পাশাপাশি সিকিমের ঘরহারা পরিবারদেরও নতুন বাড়ি তৈরি করে দিতে কেন্দ্র সাহায্য করবে। একই সঙ্গে স্কুল, রাস্তাঘাটসহ একাধিক পরিকাঠামো উন্নয়নে কেন্দ্র সাহায্য করবে বলে মনমোহন ঘোষণা দেন।
এর আগে এদিন সকালে বায়ুসেনার বিমানে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী । সেখান থেকে হেলিকপ্টারে গ্যাংটকের উদ্দেশ্যে রওনা দেন। সেখানে তিনি ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখেন। দেখা করেন সরকারি হাসপাতালে আহত রোগীদের সঙ্গে।
পরে সিকিমের মুখ্যমন্ত্রী পবন চামলিঙের সঙ্গে বৈঠক করেন। এরপর দুপুর দুইটা নাগাদ বাগডোগরা থেকে ফের দিল্লির উদ্দেশ্যে রওনা দেয় প্রধানমন্ত্রীর বিশেষ বিমান।
এদিকে দার্জিলিং পাহাড়ে ধস অব্যাহত থাকলেও সেই তুলনায় সিকিমের পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে বলে জানা গিয়েছে। উত্তর সিকিমের বহু রাস্তা বন্ধ থাকলেও পোলিং, রাবাংলার রাস্তা খুলে দেওয়া হয়েছে। তবে উদ্ধারকার্য এখনও চলছে। এখনও পর্যন্ত সিকিমে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৭৫।
বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১১