ঢাকা, বৃহস্পতিবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ মে ২০২৫, ২৪ জিলকদ ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতায় মহাত্মা গান্ধীর জন্ম জয়ন্তী উদযাপিত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২৬, অক্টোবর ২, ২০১১
কলকাতায় মহাত্মা গান্ধীর জন্ম জয়ন্তী উদযাপিত

কলকাতা: শারদ উৎসবের মাঝেই রোববার ভারতের সব রাজ্যের মতো পশ্চিমবঙ্গে গভীর শ্রদ্ধার সাথে উদযাপিত হলো জাতির জনক মহাত্মা গান্ধীর জন্ম জয়ন্তী।

এদিন সকালে ব্যারাকপুর গান্ধীঘাটে মহাত্মা গান্ধীর মুর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাজ্যপাল এম কে নারায়ণন।

এরপর রাজ্যপাল প্রতীকি চরকা কাটায় অংশ নেন। তার সাথে উপস্থিত ছিলেন রাজ্যের পূর্তমন্ত্রী সুব্রত বক্সী, মুখ্যসচিব সমর ঘোষ, উত্তর ২৪ পরগনার জেলাশাসক প্রমুখ।

বেশ কিছু সময় প্রার্থনা সভায় যোগ দেওয়ার পর তারা শিশুদের সঙ্গেও বেশ কিছুক্ষণ সময় কাটান।

কলকাতার ধর্মতলার মহাত্মা গান্ধীর মূর্তির পাদদেশেও জন্মজয়ন্তী উদযাপিত হয়। তার মূর্তিতে ফুল ও মালা দিয়ে শ্রদ্ধা  জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।