কলকাতা: অবশেষে উদ্ধার হলো কলকাতার যাদবপুর ‘ইন্ডিয়ান ইনস্টিটিউট অব কেমিক্যাল বায়োলজিক্যাল’-এর গবেষক সুজয় দাসের লাশ। শনিবার বাংলাদেশের সাতক্ষীরায় উদ্ধার হয়েছে সুজয়ের লাশ।
এদিন সকালে বাংলাদেশের সাতক্ষীরায় জেলেদের জালে সুজয় দাসের লাশটি ওঠে আসে। এরপরই বিজিবি যোগাযোগ করে বিএসএফের সঙ্গে। পরে প্যান কার্ড দেখে সুজয় দাসের লাশ সনাক্তকরণ হয়। ইতিমধ্যেই দেহটি আনার জন্য রাজ্য সরকারের তরফে উদ্যোগ নেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার টাকির ইছামতী নদীতে দশমীর বিসর্জন দেখতে কলকাতা থেকে সপরিবারে যান সুজয় দাস। একটি ছোট নৌকা ভাড়া করেন তারা। নৌকায় মোট ছ’জন ছিলেন বলে জানা যায়। এই সময় বাংলাদেশের একটি বড় নৌকা (বজরা) ধাক্কা মারলে মুহূর্তে নৌকাটি ভেঙে যায়। বাকি পাঁচজনকে উদ্ধার করা সম্ভব হলেও সুজয় দাস তলিয়ে যান নদীতে।
ভারতীয় সময়: ১৬৫৪ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১১