কলকাতা: আর মাত্র ৫ বছর! তারপরই হয়ত ইতিহাস হয়ে যাবে ভারতের তাজমহল। এমনটাই আশঙ্কা গবেষকদের।
এই আন্দোলনের নেতা আগ্রার সাংসদ রামশংকর কাটারিয়া সংবাদমাধ্যমকে শনিবার বলেন,‘ পরিবেশ দূষণের হাত থেকে তাজমহলকে রক্ষার জন্য কেন্দ্রীয় সরকার ও উত্তরপ্রদেশে সরকার আরও বেশী উদ্যোগ নিতে হবে। ’
এদিন তিনি আরও বলেন,‘ প্রতিবছর দেশবিদেশ থেকে প্রায় ৪০ লাখ মানুষ তাজ পরিদর্শনে যান। এই সব পর্যটকদের কথা ভেবেই সরকারের তাজমহল রক্ষায় সক্রিয় হওয়া উচিত। ’
পরিবেশবিদদের মতে, বিশ্বের সপ্তম আর্শ্চয ৩৫৮ বছরের প্রাচীন এই স্মৃতি সৌধ আগামী ৫ বছর পরে ইতিহাস হয়ে যাবে। পরিবেশ দূষণ এবং ক্রমাগত ভূমিক্ষয়ের জন্য দূর্বল হয়ে যাচ্ছে তাজমহলের ভিত। এরই সাথে যুমনা নদীর পানির অভাব তাজমহলের ভিতকে আরও ক্ষতিগ্রস্ত করছে।
ভারতীয় সময়:১৭৩২ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১১